কক্সবাংলা ডটকম(৮ সেপ্টেম্বর) :: দেশজুড়ে ধারাবাহিক নাশকতার পরিকল্পনার কথা আগেই জানিয়েছিল মায়ানমার সেনাবাহিনী৷ একটি বিশেষ দেশ এই ষড়যন্ত্রে জড়িত৷ নাম না করে পাকিস্তানের প্রতি তাদের অভিযোগ ছিল৷
এবার রোহিঙ্গা ইস্যুতে বিভিন্ন আন্তর্জাতিক জঙ্গি গোষ্ঠীর বার্তা ডি কোড করে জানা গেল বড়সড় হামলা চালানোর কথা৷ বিবিসি জানাচ্ছে এই খবর৷
রিপোর্টে বলা হয়েছে, কোন কোন জঙ্গি গোষ্ঠী বিভিন্ন দেশে মায়ানমারের দূতাবাসে হামলার বার্তা দিয়েছে৷ বিভিন্ন জঙ্গি গোষ্ঠীর বার্তা বিবিসি মনিটরিং করে এমনই প্রতিবেদন প্রকাশ করে৷ তাতে বলা হয়েছে হামলার পরিকল্পনায় জড়িত আল কায়দা ইন ইয়েমেন (একিউএপি) এবং তালিবান মায়ানমারের মতো জঙ্গি সংগঠন৷ তারা রোহিঙ্গা নির্যাতিত মুসলিমদের সমর্থনে পদক্ষেপ নেওয়ার জন্য আহ্বান জানিয়েছে।
বিবিসির আরও দাবি, মেসেজিং অ্যাপ ‘টেলিগ্রামে’ একটি আল কায়দাপন্থী চ্যানেল বিশ্বের বিভিন্ন দেশে মায়ানমারের দূতাবাস পুড়িয়ে দেয়ার কথা বলেছে৷ তাদের মূল টার্গেট তুরস্ক, সৌদি আরব, পাকিস্তান এবং মিশরে অবস্থিত মায়ানমারের দূতাবাস৷ আল কায়দার সমর্থকরা এই বার্তা সোশাল সাইটে ব্যাপকভাবে শেয়ার করেছে।
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মায়ানমার সফরে সেদেশের সরকারের সর্বময় প্রধান আউং সান সু কি-র সঙ্গে যৌথ উদ্যোগে সন্ত্রাসবাদ রোখার আহ্বান জানান৷ রোহিঙ্গা অধ্যুষিত এলাকায় জাতি সংঘর্ষের বিষয়ে ভারত উদ্বিগ্ন সে কথাও জানান৷ মোদীর সফরের মাঝেই স্থানীয় সংবাদ মাধ্যম প্রকাশ করে, কেমন করে পাকিস্তানি গুপ্তচর সংস্থা আইএসআই ও লস্কর ই তইবা রাখাইন প্রদেশে জঙ্গি কার্যকলাপে জড়িত৷
বিবিসি জানাচ্ছে, রাখাইন প্রদেশে রোহিঙ্গা মুসলিমদের উপর সেদেশের সেনাবাহিনীর লাগাতার অত্যাচার চালাচ্ছে৷ এই অভিযোগে বড়সড় নাশকতার পরিকল্পনায় লিপ্ত আল কায়দা৷ সম্প্রতি রাখাইন প্রদেশে জাতি সংঘর্ষের জেরে বহু রোহিঙ্গা মুসলিম প্রতিবেশী বাংলাদেশে আশ্রয় নিচ্ছেন৷ এর জেরে দুই দেশের মধ্যে সম্পর্ক রীতিমতো উত্তপ্ত৷
বিবিসি জানাচ্ছে, সিরিয়ার ভিত্তিক জঙ্গি গোষ্ঠী ‘হায়াত তাহরির আল শামস হামলার প্রস্তুতি নিয়েছে৷ এই সংগঠন, সিরিয়ার আল নুসরা ফ্রন্টের সঙ্গে জড়িত৷ একটি জঙ্গি চ্যানেলের বার্তায় উঠে এসেছে, পাকিস্তান এবং আফগানিস্তানের মুজাহিদিনরা মায়ানমারের দিকে রওনা হয়েছে।
বিবিসি জানাচ্ছে, চেচনিয়া থেকে একদল জঙ্গি ইতিমধ্যে মায়ানমারে লড়াই করার উদ্দেশ্যে রওনা হয়েছে এমন খবর প্রকাশিত হয়৷ পরে তা অস্বীকার করেছে রাশিয়ার চেচনিয়ার কর্তৃপক্ষ। এই এলাকা বরাবরই রুশ সরকার বিরোধী সংঘর্ষ কবলিত৷
সোমালিয়ার জঙ্গি সংগঠন আল শাহবাব জানিয়েছে, মায়ানমার সহ যেখানেই মুসলিমদের বিরুদ্ধে নির্যাতন চলছে, সেখানেই তারা নজর রাখছে।
Posted ২:২২ পূর্বাহ্ণ | শনিবার, ০৯ সেপ্টেম্বর ২০১৭
coxbangla.com | Chanchal Das Gupta