প্রেস বিজ্ঞপ্তি(২৬ মে) :: মাহে রমজানের পবিত্রতা রক্ষা, দিনের বেলা হোটেল রেস্তোরা বন্ধ, দ্রব্য মুল্যের উর্দ্ধগতি রোধ, অশ্লিলতা বেহায়াপনা বন্ধ, ও রমজানে লোডশেডিং বন্ধের দাবীতে আজ ইসলামী আন্দোলন বাংলাদেশ কক্সবাজার জেলা শাখার উদ্যোগে স্বাগত মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
কক্সবাজার জেলা সেক্রেটারী মাওলানা মোহাম্মদ শোয়াইব এর সভাপতিত্বে অনুষ্ঠিত মিছিলোত্তর সমাবেশে জয়েন্ট সেক্রেটারী মাওলানা ফরিদুল আলম, ইসলামী শ্রমিক আন্দোলনের জেলা সভাপতি আলহাজ্ব হাবিবুর রহমান, ইসলামী যুব আন্দোলনের জেলা আহবায়ক মাওলানা হোছাইন মোহাম্মদ মোস্তাফিজুল হক, ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলনের জেলা সভাপতি মোহাম্মদ আবু বকর জেলা শ্রমিক নেতা আনোয়ার হোছাইন, ইসলামী আন্দোলনের পৌরনেতা মাওলানা জাহেদুর রহমান বক্তব্য রাখেন।
এছাড়া জেলা নেতা মাওঃ ফজলুল করিম, হাফেজ রেজাউল করিম, সাজ্জাদ হোসাইন শাওন, পৌর দায়িত্বশীল মাওঃ আমীরুল ইসলাম, মাওঃ রহিম উল্লাহ, ছাত্রনেতা হানিফ রাইয়ান, মোঃ ইসমাইলসহ ইসলামী আন্দোলন বাংলাদেশ, শ্রমিক আন্দোলন, যুব আন্দোলন ও ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সমাবেশে নেতৃবৃন্দ মাহে রমজানের পবিত্রতা রক্ষা, অশ্লীলতা বেহায়াপনা বন্ধ, দিনের বেলা হোটেল রেস্তোরা বন্ধ, দ্রব্যমুল্যের উর্দ্ধগতি রোধ ও বিশেষ করে রমজানের নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের দাবী জানান। একই সাথে সুপ্রিম কোর্টের প্রাঙ্গণ থেকে গ্রীক দেবীর মূর্তি অপসারণ করায় প্রধানমন্ত্রীকে ধন্যবাদও জানানো হয়।
Posted ১০:৫৩ অপরাহ্ণ | শুক্রবার, ২৬ মে ২০১৭
coxbangla.com | Chanchal Das Gupta