নাজিম উদ্দিন,পেকুয়া(৩১ আগষ্ট) :: কক্সবাজারের পেকুয়ায় মায়ানমারে গণহত্যা বন্ধের দাবীতে মানব বন্ধন হয়েছে। সর্বস্তরের পেকুয়াবাসী প্রতিবেশী দেশ মায়ানমারে সংখ্যালঘু মুসলিম নিধন, সর্বকালের রেকর্ড গণহত্যা ও নির্যাতনের প্রতিবাদে সোচ্চার হয়েছে।
মুসলিম নির্যাতন বন্ধ ও গণহত্যা বন্ধের দাবীতে ৩১ আগষ্ট পেকুয়ায় এক বিশাল মানবন্ধন অনুষ্টিত হয়। বিকেলে চৌমুহনী চত্তরে ওই মানব বন্ধনে পেকুয়ার সর্বস্তরের জনগন অংশ নিয়ে সংহতি প্রকাশ করেছে। এ সময় এক সংক্ষিপ্ত প্রতিবাদ সমাবেশ অনুষ্টিত হয়।
বক্তারা বলেছেন, মায়ানমারে গণহত্যা চলছে, সংখ্যালঘু মুসলিম পরিবারের সদস্যদের হত্যা করা হচ্ছে। বাড়িঘর জ¦ালিয়ে দেয়া হচ্ছে। আরাকান রাজ্যে হত্যাযজ্ঞ চলছে। নারীদের ধর্ষন করা হচ্ছে। গ্রামের পর গ্রাম পুড়িয়ে দেয়া হচ্ছে। সরকারী বাহিনী হেলিকপ্টার থেকে বোমা নিক্ষেপ করছে।
গুলি ছুড়ছে অবুঝ শিশু ও নারীদের উপর। আমরা এ নারকীয় ঘটনার তীব্র নিন্দা জানাচ্ছি। আমরা মনে করি এটি সংখ্যালঘুর উপর বর্বর গণহত্যা ও নির্যাতন। বিশ^ বিবেক ও সংস্থাসমুহের নিকট আহবান করছি মায়ানমারে মানবাধিকার ভূলুন্ঠিত হচ্ছে। একটি জাতি গোষ্টাীকে উদ্ধার করতে জাতিসংঘসহ বিশ^ সংস্থাসমুহকে দ্রুত পদক্ষেপ নিতে হবে।
যারা উদ্ধাস্তু হয়েছে তাদেরকে পুনর্বাসনের জন্য বাংলাদেশ সরকারের পাশাপাশি অন্যান্য দেশসমুহকেও এগিয়ে আসতে হবে। ওই দিন বিশাল মানববন্ধন অনুষ্টিত হয়।
এ সময় বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান শাফায়াত আজিজ রাজু, মুজিবুল হক চৌধুরী, এস,এম শাহাদাত হোসাইন, মাষ্টার হানিফ চৌধুরী, সাংবাদিক দিদারুল করিম প্রমুখ।
Posted ১:০৬ পূর্বাহ্ণ | শুক্রবার, ০১ সেপ্টেম্বর ২০১৭
coxbangla.com | Chanchal Das Gupta