সংবাদ বিজ্ঞপ্তি(২৫ ডিসেম্বর) :: ফাতেমা বিলকিছ মায়িসার জন্মদিনে ছোটদের আনন্দ ভরা ঢেউ। মায়িসার বোন রাইসা, আনিসা, ভাই যায়েদ সহ অন্য সহপার্টিদের আনন্দের উত নেই।
২৫ ডিসেম্বর বিকালে উদযাপিত হয়েছে জন্মদিবস। জন্ম দিবসে মা বাবা ছাড়াও চাচা চাচি, আংটিও নানীসহ অন্যান্যরা ও মায়িসার কেক কাটায় অংশ নেয়।
তাদের সহপার্টিদের মধ্যে ছিল সিফা, চাপা, চামিয়া, সাফিয়া, কানিজ, তুলিকা, তুরিন, সিফাত, রিয়াদ, হেনা, রেখা, জিসান, রোহিত, শিমরা, রাজিত, হামিমা, আফিফা, শিউলি, বাবু, সুমি, নওশিন, মুন্নি, সায়লা, সাহেদ, রেহেনা, হুমাইরা, জোবাইরা, সিফা, শাহজাহান, আলমগীর, সাজেদা আকতার মুন্নি ও মোসলেহ উদ্দিন।
কেক কাটা অনুষ্টানের আগে আত্মীয় স্বজনদের কাছে বিরিয়ানী ভোজন দেয়া হয়। আজকের এই দিনে মায়িসার দুই বছর পুর্ন হলো। মা বাবারা তাদের জন্য সকলের কাছে দোয়া প্রার্থী।
Posted ১:০৬ পূর্বাহ্ণ | মঙ্গলবার, ২৬ ডিসেম্বর ২০১৭
coxbangla.com | Chanchal Das Gupta