কক্সবাংলা ডটকম(১ জানুয়ারী) :: একরাশ আনন্দ নিয়েই শুরু হল সুনিধির বছরটা৷ ১ জানুয়ারী পুত্র সন্তানের মা হলন তিনি৷ মুম্বইয়ের সূর্য হাসপাতালে গতকাল ১ জানুয়ারী ৫.২০ মিনিটে জন্ম দিলেন সন্তানের৷ অনেক আগে থেকেই সুনিধির প্রেগন্যান্সির খবর ছড়িয়েছিল সংবাদ মাধ্যমে৷ তবে এ নিয়ে কোনও লুকোছাপা করেননি তিনি৷
বছরের শুরুতে সুনিধি-হিতেশের সংসারে এখন খুশির জোয়ার৷ উপচে পড়ছে শুভেচ্ছা বার্তা৷ সুনিধির চিকিৎসক রঞ্জনা ধানু জানান, মা-ছেলে দুজনেই সুস্থ রয়েছেন৷
মাত্র চার বছর বয়সেই সংগীত জগতে কেরিয়ার শুরু করেছিলেন সুনিধি৷ ছবির জগত থেকে বিজ্ঞাপন, রিয়্যালিটি শো সর্বত্রই অবাধ বিচরণ তাঁর৷
শীলা কি জওয়ানি, বিডি জ্বলাই লে, দেশি গার্ল, এমনই বহু জনপ্রিয় সুপারহিট গান ভক্তদের উপহার দিয়েছেন সুনিধি৷
Posted ১০:৫০ পূর্বাহ্ণ | মঙ্গলবার, ০২ জানুয়ারি ২০১৮
coxbangla.com | Chanchal Das Gupta