শহিদুল ইসলাম, উখিয়া(২৬ আগষ্ট) :: মিয়ানমার সামরিক জান্তার গুলিতে গুলিবিদ্ধ হয়ে বাংলাদেশে অনুপ্রবেশের পর চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন দুই রোহিঙ্গা যুবক।
শনিবার সকালে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল ও উখিয়া উপজেলার কুতুপালং শরণার্থী ক্যাম্প সংলগ্ন এমএসএফ (হল্যান্ড) ক্লিনিকে তাদের মৃত্যু হয় বলে জানা গেছে।
এমএসএফ ক্লিনিকে মারা যাওয়া রোহিঙ্গা যুবকের নাম হাফেজ হারুন (৩৬)। এসএসএফ হল্যান্ড ক্লিনিকে মারা যাওয়া রোহিঙ্গা যুবক মিয়ানমারে মংডুর শাহাববাজার এলাকার শামশুল আলমের ছেলে। আর চমেক হাসপাতালে মারা যাওয়া মোঃ মুসা (২৫) মংডুর জেদিন্না থানার মেহেন্দি এলাকার ইসমাইলের ছেলে।
উখিয়ার কুতুপালং শরণার্থী শিবিরের দায়িত্বরত ক্যাম্প ইনচার্জ রেজাউল করিম বলেন, গুলিবিদ্ধ হয়ে হাফেজ হারুন গত শুক্রবার এদেশে অনুপ্রবেশ করে। ক্যাম্পে অবস্থান করা স্বজনদের মাধ্যমে তিনি কুতুপালং এসে এমএসএফ ক্লিনিকে ভর্তি হন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শনিবার সকালে তার মৃত্যু হয়।
দুপুর ২টার দিকে জানাজা শেষে রেজিস্টার ক্যাম্পের ডি-ব্লক এলাকার কবরস্থানে তার মরদেহ দাফন করা হয়েছে বলে রোহিঙ্গা ডাক্তার জাফর আলম দিপু জানিয়েছেন।
অপরদিকে গুলিবিদ্ধ অবস্থায় বাংলাদেশে অনুপ্রবেশ করা মুসা ও মোকতার নামে অপর দুজনকে শনিবার সকাল সাড়ে ৭টার দিকে চমেক হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সকাল সাড়ে ৯টার দিকে মুসা মারা যান। শুক্রবার রাতে গুলিবিদ্ধ অবস্থায় বাংলাদেশে প্রবেশ করেন রোহিঙ্গা মুসা। অবস্থা গুরুতর হওয়ায় তাকে শনিবার সকাল ৭টায় চমেক হাসপাতালে আনা হয়। পরে চিকিৎসাধীন অবস্থায় সকাল সাড়ে ৯টার দিকে তার মৃত্যু হয়।
রোহিঙ্গাদের একটি সূত্র জানায়, বৃহস্পতিবার দিবাগত রাত ৩টার দিকে মংডুর লাইলাতলী বিজিপি ক্যাম্প এলাকায় তিনজন গুলিবিদ্ধ হন এবং শুক্রবার দিবাগত রাত ২টার দিকে নৌকাযোগে বাংলাদেশে প্রবেশ করেন।
Posted ১০:৩১ অপরাহ্ণ | শনিবার, ২৬ আগস্ট ২০১৭
coxbangla.com | Chanchal Das Gupta