কক্সবাংলা ডটকম(৯ জুন) :: মুক্তি পেয়েছে কলাকাতার পরিচালক রিঙ্গো ব্যানার্জি পরিচালিত ছবি মেসি। গতকাল কলকাতা শহরের এক থিয়েটারে হয়ে গেল ছবির প্রিমিয়ার
ছবির গল্প ফুটবল খেলাকে কেন্দ্র করে। মধ্যবিত্ত পরিবারের ছোটো ছেলে ফুটবল খেলে। বেশ নামডাক রয়েছে তার। পাড়ার সবাই তাকে মেসি বলে ডাকে। কলকাতা পুলিশের এক টুর্নামেন্টে প্রত্যেক পাড়া থেকে একজনকে বেছে নেওয়া হয়। সেইমতো বেছে নেওয়া হয় মেসিকেও।
ছেলেটির ভাইও চেয়েছিল নামকরা ফুটবলার হতে। কিন্তু ব্রঙ্কাইটিসের সমস্যা থাকায় সেই ইচ্ছে পূরণ হয়নি। হঠাৎ একটি দুর্ঘটনার কবলে পড়ে ছোটো মেসি। মোড় নেয় গল্প।
প্রেক্ষাপটে ভাইয়ের দিকে সাহায্যের হাত বাড়িয়ে দেয় দাদা। ছবিতে অভিনয় করেছেন আরিয়ান, রণদীপ, নাইজেল, চৈতি ঘোষাল, রানা মিত্র, সুমিত সমাদ্দার, অরিন্দম বসু সহ আরও অনেকে।
Posted ৫:৪৪ অপরাহ্ণ | শুক্রবার, ০৯ জুন ২০১৭
coxbangla.com | Chanchal Das Gupta