মঙ্গলবার ২১শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ৭ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ

শিরোনাম

মঙ্গলবার ২১শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

শিরোনাম

মৃত্যুর খবর ভুয়া বেঁচে : আছেন প্রখ্যাত তবলাবাদক জাকির হুসেন

সোমবার, ১৬ ডিসেম্বর ২০২৪
36 ভিউ
মৃত্যুর খবর ভুয়া বেঁচে : আছেন প্রখ্যাত তবলাবাদক জাকির হুসেন

কক্সবাংলা ডটকম :: বেঁচে রয়েছেন প্রখ্যাত তবলাবাদক উস্তাদ জাকির হুসেন। যদিও আমেরিকার সানফ্রান্সিসকো হাসপাতালে চিকি‍ৎসাধীন শিল্পীর শারীরিক অবস্থা সঙ্কটজনক।

রবিবার (১৫ ডিসেম্বর) রাতে সমাজমাধ্যমে এক পোস্টে এ কথা জানিয়েছেন কিংবদন্তি তবলাবাদকের ভাগ্নে আমীর ওলিয়া। সমাজমাধ্যমে তিনি লিখেছেন, ‘উস্তাদ জাকির হোসেনের মৃত্যুর খবরের কোনও সত্যতা নেই। সানফ্রান্সিসকোর হাসপাতালে সঙ্কটজনক অবস্থায় চিকি‍ৎসাধীন কিংবদন্তি তবলাবাদক’।

তবে অনুরাগী-সহ জাকিরের গুণমুগ্ধদের কাছে তিনি বিশেষ প্রার্থনা করার অনুরোধ জানিয়েছেন। আমীর অওলিয়ার পোস্টের পরেই তথ্য ও সম্প্রচার মন্ত্রকের তরফে শিল্পীর প্রয়াণে শোকজ্ঞাপন করে দেওয়া বার্তা সমাজমাধ্যম থেকে মুছে দেওয়া হয়েছে।

১৯৫১ সালে মুম্বইয়ে জন্ম জাকির হুসেনের। তাঁর পিতা উস্তাদ আল্লা রাখাও ছিলেন প্রখ্যাত তবলা বাদক। মাত্র তিন বছর বয়স থেকে তবলার সফর শুরু তাঁর। সাত বছর বয়স থেকে মঞ্চে একক অনুষ্ঠান করেছেন তিনি। চলতি বছরে তাঁর হাত ধরেই ভারতে আসে গ্র্যামি পুরস্কার।

‘বেস্ট গ্লোবাল মিউজ়িক অ্যালবাম’ হিসাবে পুরস্কৃত হয় ভারতীয় ব্যান্ড ‘শক্তি’র গানের অ্যালবাম ‘দিস মোমেন্ট’। ২০২৩ সালের ৩০ জুন ‘দিস মোমেন্ট’ অ্যালবামটি মুক্তি পায়। মোট আটটি ট্র্যাক রয়েছে এই অ্যালবামে। পন্ডিত রবিশঙ্কর, উস্তাদ আমজাদ আলি খান, জর্জ হ্যারিসনের মতো দিকপাল শিল্পীদের সঙ্গেও তবলায় সঙ্গত করেছেন। ভারত সরকারের পদ্মশ্রী, পদ্মভূষণ, পদ্মবিভূষণ সম্মানে ভূষিত হয়েছেন উস্তাদ জাকির হুসেন।

তবে দীর্ঘ দিন ধরেই রক্তচাপ জনিত সমস্যায় ভুগছিলেন ৭৩ বছর বয়সী তবলার জাদুকর। মার্কিন মুলুকে অনুষ্ঠান করতে গিয়ে আচমকাই অসুস্থ হয়ে পড়েন। হৃদ্‌যন্ত্রে সমস্যা দেখা দেওয়ায় এদিন তাঁকে সানফ্রান্সিসকোর হাসপাতালে ভর্তি করানো হয়। কিংবদন্তি তবলা বাদকের শারীরিক পরিস্থিতির ক্রমশই অবনতি ঘটতে থাকায় আইসিউতে স্থানান্তরিত করা হয়। দুপুরে জাকির হুসেনের আচমকা অসুস্থতার খবর ছড়িয়ে পড়তেই দেশে-বিদেশে ছড়িয়ে থাকা অনুরাগীরা তাঁর সুস্থতা কামনায় বিশেষ প্রার্থনা শুরু করেন।

রাতেই খবর ছড়ায় কোটি-কোটি ভক্ত আর অনুরাগীর সব প্রার্থনাকে ব্যর্থ করে দিয়ে মৃত্যুর কোলে ঢলে পড়েছেন তবলার জাদুকর। আর ওই খবর ছড়িয়ে পড়তেই সারা দেশে শোকের ছায়া নেমে আসে। তথ্য ও সম্প্রচার মন্ত্রকের তরফেও শোকবার্তা পোস্ট করা হয় সমাজমাধ্যমে। একাধিক রাজনীতিবিদ থেকে শুরু করে সংস্কৃতি মহলের বিশিষ্টরাও ইনস্টা ও এক্স হ্যান্ডেলে শোকপ্রকাশ করেন।

কিন্তু খানিকবাদেই উস্তাদ জাকির হুসেনের ভাগ্নে আমীর অওলিয়া ‘এক্স’ হ্যান্ডলে জানান কিংবদন্তি তবলাবাদকের প্রয়াণের খবর ভুয়ো। তিনি লেখেন, ‘আমি জাকির হোসেন ভাগ্নে বলছি। মামা মারা যাননি। তিনি সঙ্কটজনক অবস্থায় রয়েছেন এবং আমরা বিশ্বজুড়ে তার সমস্ত ভক্তদের কাছে তার স্বাস্থ্যের জন্য প্রার্থনা করার জন্য অনুরোধ করছি।’ একই সঙ্গে সংবাদমাধ্যমের অসংবেদনশীল ভূমিকা নিয়েও ক্ষোভ উগরে দিয়েছেন আমীর। পৃথক এক পোস্টে তিনি লিখেছেন, ‘মামার মৃত্যুর শংসাপত্র এখনও পাইনি! যিনি দেশকে এত গৌরব এনে দিয়েছেন তাঁর সম্পর্কে খবর করার আগে খানিকটা সংবেদনশীলতার পরিচয় দেওয়া উচিত ছিল সংবাদমাধ্যমগুলোর।’

উস্তাদ জাকির হুসেনের ভাগ্নের পোস্টের পরেই প্রশ্ন উঠেছে তবলার জাদুকরের ভুয়ো মৃত্যুর খবর ছড়াল কে?

36 ভিউ

Posted ১:২৩ পূর্বাহ্ণ | সোমবার, ১৬ ডিসেম্বর ২০২৪

coxbangla.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

Editor & Publisher

Chanchal Dash Gupta

Member : coxsbazar press club & coxsbazar journalist union (cbuj)
cell: 01558-310550 or 01736-202922
mail: chanchalcox@gmail.com
Office : Shaheed sharanee road, cox’sbazar municipalty
coxsbazar-4700
Bangladesh
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
বাংলাদেশের সকল পত্রিকা সাইট
Bangla Newspaper

ABOUT US :

coxbangla.com is a dedicated 24x7 news website which is published 2010 in coxbazar city. coxbangla is the news plus right and true information. Be informed be truthful are the only right way. Because you have the right. So coxbangla always offiers the latest news coxbazar, national and international news on current offers, politics, economic, entertainment, sports, health, science, defence & technology, space, history, lifestyle, tourism, food etc in Bengali.

design and development by : webnewsdesign.com