কক্সবাংলা ডটকম(১ জুন) :: ঘূর্ণিঝড় মোরায় ক্ষতিগ্রস্তদের জন্য ভারতের ত্রাণ সামগ্রী নিয়ে সেদেশের জাহাজ আইএনএস সুমিত্রা সকালে চট্টগ্রাম বন্দরে পৌঁছেছে। পরে কর্মকর্তাদের উপস্থিতিতে সকাল পৌনে ১০টায় চট্টগ্রাম জেলা প্রশাসকের কাছে ত্রাণসামগ্রী হস্তান্তর করা হয়।
ত্রাণ সামগ্রীর মধ্যে আছে তাবু, প্যাকেটজাত খাবার ও ওষুধ। এ সময় বঙ্গোপসাগরের মহেশখালী সংলগ্ন সাগর থেকে উদ্ধার ৩৩ জেলেকেও হস্তান্তর করে ভারতীয় কর্তৃপক্ষ। মোরার প্রভাবে নিখোঁজ ৩৪ জেলেকে উদ্ধার করে ভারতীয় নৌবাহিনী।
তবে উদ্ধারের পর জেলেদের একজন মারা যান। আহত একজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
Posted ১১:১৭ পূর্বাহ্ণ | বৃহস্পতিবার, ০১ জুন ২০১৭
coxbangla.com | Chanchal Das Gupta