কক্সবাংলা ডটকম(২৭ মে) :: যুক্তরাষ্ট্রের পপ গায়িকা আরিয়ানা গ্র্যান্ডে ঘোষণা দিয়েছেন, তিনি আবার ম্যানচেস্টারে ফিরবেন। তার কনসার্টে হামলার পর এবার তিনি একটি বেনিফিট কনসার্টের আয়োজন করবেন। হামলায় নিহত এবং আহতদের পরিবারকে আর্থিক সহায়তা করার জন্যই এই উদ্যোগ নিয়েছেন তিনি।
আরিয়ানা গ্র্যান্ডে বলেন, ‘ম্যানচেস্টারের প্রতি ভালোবাসা দেখানোর জন্য মিউজিশিয়ান এবং বন্ধুদের অনেক ধন্যবাদ।’ গতকাল শুক্রবার সামাজিক যোগাযোগের মাধ্যমে তিনি বেনিফিট কনসার্টের ব্যাপারে লেখেন, ‘সব ঠিক-ঠাক হলেই আমি বিস্তারিত জানিয়ে দেব।’
তিনি সামাজিক যোগাযোগের মাধ্যমে পোস্ট করা নোটে ভক্তদের প্রশংসা করেন। তিনি বলেন, ‘যেই করুণা, দয়া, প্রেম, শক্তি এবং একাত্ব আপনারা দেখিয়েছেন, তা গত সোমবারের জঘন্য প্রয়াসের ঠিক বিপরীত।’ তিনি ভক্তদেরকে ভীত না হওয়ার জন্য সাহস দিয়েছেন।
গত সোমবার রাতে যুক্তরাজ্যের ম্যানচেস্টারে আরিয়ানা গ্র্যান্ডের কনসার্ট শেষে আত্মঘাতী বোমা হামলার ঘটনায় প্রাণ হারান ২২ জন এবং আহত হন প্রায় অর্ধ শতাধিক। কনসার্টে হামলার ঘটনায় সালমান আবেদি নামের ২২ বছর বয়সী এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। এরই মধ্যে আইএস এ ঘটনার দায় স্বীকার করেছে।
সিএনএন।
Posted ১:১৬ অপরাহ্ণ | শনিবার, ২৭ মে ২০১৭
coxbangla.com | Chanchal Das Gupta