মোঃ জয়নাল আবেদীন টুক্কু,গর্জনিয়া(৫ জানুয়ারী) :: রামু উপজেলার কচ্ছপিয়া ইউনিয়নের গর্জনিয়া বাজার এখন যানজটের নগরীতে পরিণত হওয়ায় অতিষ্ঠ কচ্ছপিয়া-গর্জনিয়াবাসী। জানা যায় উপজেলার সবচাইতে বড় হাট বসে এ গর্জনিয়া বাজারে।
এখানে যানবাহন রাখার নির্দিষ্ট কোন স্থান বা টার্মিনাল না থাকায় যানজটে অতিষ্ঠ হয়ে উঠেছে ক্রেতা সাধারন,ব্যবসায়ী ও পথ যাত্রীরাসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। এই যানজটের কারনে প্রতিনিয়ত বিভিন্ন দূর্ঘটনার স্বীকার হতে হচ্ছে চাকরিজীবি, স্কুল, কলেজ, মাদ্রাসা পড়ুয়া শিক্ষার্থী ও জনসাধারণের।
জানা যায় গর্জনিয়া ও কচ্ছপিয়া এলাকায় লাইসেন্স বিহীন বিভিন্ন প্রকারের ছোট বড় যানবাহন ছাড়াও অবৈধ টমটম, মোটর সাইকেল, অটোরিক্সা ও অদক্ষ চালক এবং বাজারে যত্র তত্র গাড়ি পার্কিং করাকে দায়ী করছে স্থানীয়রা। যানজট নিরসন করতে এসব অবৈধ যানবাহনের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেওয়া দরকার বলে মনে করেন সচেতন মহল।
গত বৃহস্পতিবার দুপুর ২ টায় সরেজমিন পরিদর্শনে দেখা গেছে, গর্জনিয়া বাজারের প্রধান সড়ক একেবারে আটকানো সারি সারি, টমটম, জীপ, মটর সাইকেল ও বৈধ-অবৈধ ছোট বড় যানবাহন। বিশেষ করে সাপ্তাহিক দুই দিন হাট বসে রামু বৃহত্তর এই গর্জনিয়া বাজারে।
এই দুই দিন নাইক্ষ্যংছড়ির তিনটি ইউনিয়নের জনসাধারণ ও রামুর গর্জনিয়া ইউনিয়নের হাজার হাজার মানুষের সমাগম ঘটে। উপজেলার শ্রেষ্ঠ ও পুরাতন এই বাজরটিতে নাই কোন ট্রাফিক ব্যবস্থা। প্রায় সময় যানজটের কারণে অতিষ্ঠ হয়ে পড়ে সকল শ্রেণী পেশার মানুষ।
কচ্ছপিয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান নুরুল আমিন কোম্পানী জানান নাইক্ষ্যংছড়ি-রামু গর্জনিয়া সড়ক,গর্জনিয়া টু বাইশারী এবং গর্জনিয়া টু দৌছড়ী সড়ক ছাড়াও ছোট বড় অনেক গাড়ী যোগাযোগের সড়ক থাকলেও যানবাহন রাখার কোন স্থান বা টার্মিনাল না থাকায় ক্রেতা সাধারণের দূর্ভোগ পিছু ছাড়ছেনা। অনক সময় সামনে এগানোর জায়গাও থাকে না।
কচ্ছপিয়া গর্জনিয়া বাজার ব্যবসায়ী জাহাঙ্গীর আলম সওদাগর জানান, প্রতি সোমবার বৃহ্সপতিবার গর্জনিয়া বাজারে বাজার বসে। আর ওই দিন এলাকার সমস্ত গাড়ি বাজারের ভিতর ভিড় করায় যানজট আরো বেড়ে যায়। গর্জনিয়া বাজারের ব্যবসায়ী ও সাবেক মেম্বার আবু আয়ুইব আনসারী জানান, যদি গাড়ির স্টেশন বা যাত্রী উঠা নামার জায়গা বাজারের বাইরে করা হয় তাহলে এখানে যানজট কমে যাবে।
কচ্ছপিয়া যুবলীগ সম্পাদক নাছির উদ্দিন সোহেল জানান, জরুরী ভিত্তিতে গর্জনিয়ায় গাড়ী পার্কিং টার্মিনাল হওয়া দরকার। যদি ষ্টেশন বা টার্মিনাল হয় তাহলে যানজট অনেকটা কমবে বলে মনে করেন। এই ব্যাপারে কথা বলতে গর্জনিয়া পুলিশ ফাঁড়ির আইসি পুলিশ পরিদর্শক কাজী আরিফ উদ্দিনের সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া দরকার।
Posted ৫:১৪ পূর্বাহ্ণ | শনিবার, ০৬ জানুয়ারি ২০১৮
coxbangla.com | Chanchal Das Gupta