কক্সবাংলা ডটকম(১৫ জুন) :: যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের সাউথওয়েষ্ট ব্যাকার্সফিল্ডে দুর্বৃত্তের গুলিতে নিহত হয়েছেন এক বাংলাদেশি ট্যাক্সি ব্যবসায়ী। স্থানীয় সময় রবিবার সকাল ৬ টায় নিজ বাড়ির সামনেই হত্যাকাণ্ডের এ ঘটনাটি ঘটে। এটি কোন ছিনতাই নাকি বর্ণবাদী হত্যাকাণ্ড তা নিশ্চিত করে বলতে পারনি সাউথওয়েষ্ট ব্যাকার্সফিল্ডের পুলিশ।
পুলিশ সূত্র জানা যায়, রবিবার সকালে কর্মস্থলে যাবার সময় গার্নসে লেন (রিয়াল রোড ও পাল্ম স্ট্রিট) নিজ বাড়ির সামনে অজ্ঞাত দুর্বৃত্তের গুলিতে ট্যাক্সি ব্যবসায়ী মোস্তাফিজুর রহমান (৪৮) ঘটনাস্থলেই প্রাণ হারান। তার স্ত্রী মুস্তাফিজের গুলিবিদ্ধ লাশ দেখতে পেয়ে পুলিশে খবর দেয়। ঘটনাস্থল থেকে পুলিশ তার মৃতদেহ উদ্ধার করে। মুস্তাফিজের ‘আমেরিকান এক্সপ্রেস ট্যাক্সি’ নামে একটি ব্যবসা প্রতিষ্ঠান রয়েছে।
নিহত মোস্তাফিজুর রহমানের ছেলে এস এম তাসিন জানান, তার বাবাকে কেন এভাবে নৃসংশভাবে খুন করা হয়েছে তা এখনো কেউ নিশ্চিত নয়। কারণ তিনি ছিলেন শান্তশিষ্ট স্বভাবের একজন মানুষ। জানামতে তার কোন শত্রু ছিল না।
মোস্তাফিজুরের আরেক ছেলে এস এম তাহমিদ জানান, এ দৃশ্য দেখে আমরা এমনিতেই হতবাক হয়েছি। এ হত্যাকাণ্ড সংক্রান্ত কোন প্রশ্নের উত্তরও মেলাতে পারছি না।
নিহত মোস্তাফিজুর রহমানের ঘনিষ্ট বন্ধু মিশু হোসেন বলেন, আমরা একজন ভালো মানুষ হারালাম। তার মত একজন ভালো মানুষ হয়তো বন্ধু হিসেবে আর পাবো না। মোস্তাফিজের সংসারে স্ত্রীসহ দুই ছেলে ও এক মেয়ে রয়েছেন। তাদের দেখাশোনের আর কেউ রইলো না।
মোস্তাফিজুরের রহমানের দেশের বাড়ি জামালপুর জেলার সদর উপজেলায়। ২০১০ সালে সপরিবারে যুক্তরাষ্ট্রে এসে স্থায়ীভাবে বসবাস শুরু করেন। তার মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে লস অ্যাঞ্জেলেসসহ যুক্তরাষ্ট্র প্রবাসীদের মাঝে নেমে এসেছে শোকের ছায়া।
Posted ২:১৪ পূর্বাহ্ণ | বৃহস্পতিবার, ১৫ জুন ২০১৭
coxbangla.com | Chanchal Das Gupta