কক্সবাংলা ডটকম :: ফ্লোরিডা রাজ্যের প্রাক্তন অ্যাটর্নি জেনারেল পাম বন্ডিকে নতুন মার্কিন অ্যাটর্নি জেনারেল হিসেবে বেছে নিল মার্কিন সিনেট।
পাম বন্ডি হল প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অন্যতম ঘনিষ্ঠ রাজনৈতিক সহযোগী।
এখন থেকে তিনি আমেরিকার শীর্ষ আইন প্রয়োগকারী সংস্থার দায়িত্বে আসছেন।
৫৯ বছর বয়সি বন্ডি গত মাসের শুনানিতে প্রতিশ্রুতি দিয়েছিলেন যে, তিনি বিচার বিভাগের স্বাধীনতা বজায় রাখবেন এবং অপরাধ মামলায় কোন রাজনীতির প্রয়োগ মেনে নেবেন না।
বন্ডি এক দশকেরও বেশি সময় প্রসিকিউটর হিসেবে কাজ করেছেন, ২০২০ সালের প্রথম অভিশংসন বিচার চলাকালীন ট্রাম্পের পক্ষে প্রতিনিধিত্ব করেছিলেন তিনি।
শুধু তাই নয়, তিনি ট্রাম্পের ২০২০ সালের নির্বাচনে ভোট কারচুপির অভিযোগ করেছিলেন।
গত ২০ জানুয়ারি আমেরিকার দায়িত্ব গ্রহণ করেছেন ট্রাম্প।
এরপর ট্রাম্প একটি নির্বাহী আদেশে ফেডারেল আইন প্রয়োগকারী সংস্থা এবং গোয়েন্দা সংস্থাগুলোর বিরুদ্ধে অভিযোগ করেন।
এমনকী এটাও বলেন তারা রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহৃত হয়েছে।
তিনি অ্যাটর্নি জেনারেলকে নির্দেশ দেন সব নাগরিক ও অপরাধ তদন্ত সংস্থার কার্যক্রম পর্যালোচনা করতে।
Posted ৩:০৮ অপরাহ্ণ | বুধবার, ০৫ ফেব্রুয়ারি ২০২৫
coxbangla.com | Chanchal Das Gupta