শনিবার ১৫ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ২রা ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ

শিরোনাম

শনিবার ১৫ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

শিরোনাম

যুক্তরাষ্ট্র মাত্র তিন ঘন্টাতেই ধ্বংস হয়ে যাবে : সিআইএ

শনিবার, ১৮ জানুয়ারি ২০২৫
28 ভিউ
যুক্তরাষ্ট্র মাত্র তিন ঘন্টাতেই ধ্বংস হয়ে যাবে : সিআইএ

কক্সবাংলা ডটকম :: সারা বিশ্বে অশান্তি আর রক্তপাতের মূলহোতা মার্কিন যুক্তরাষ্ট্র মাত্র তিন ঘন্টাতেই ধ্বংস হয়ে যাবে। না, কোনও জ্যোতিষী এমন ভবিষ্যদ্বাণী করেননি।

এমনটাই জানিয়েছে মার্কিন গুপ্তচর সংস্থা সিআইএ’র প্রকাশ্য আনা গ্রন্থ ‘The Adam and Eve Story।’

প্রাক্তন মার্কিন বায়ু সেনা কর্মী চান থমাসের লেখা বইটি ১৯৬৬ সালে প্রকাশিত হয়েছিল। কিন্তু তা পাঁচ দশকের  বেশি সময় গোপন রাখা হয়েছিল।

বইটি ফের সিআইএ’র তরফে প্রকাশ্যে আনা হয়। আর ওই বই ঘিরেই তোলপাড় পড়ে গিয়েছেল।

ব্রিটিশ সংবাদমাধ্যম ‘ডেইলি মেইল’ এর প্রতিবেদন অনুযায়ী, চান থমাসের বিতর্কিত বইটির একাংশ ২০১৩ সালেই প্রকাশ করা হয়েছিল।

কিন্তু পৃথিবী কিংবা আমেরিকার ধ্বংস নিয়ে শোরগোল ফেলে দেওয়া তথ্য যে অংশে ছিল, তা প্রকাশ করা হয়নি। সেই অংশ শেষ পর্যন্ত প্রকাশ করা হয়েছে।

ওই প্রকাশিত অংশেই চান থমাস লিখেছেন, ‘পৃথিবী প্রতি সাড়ে ৬ হাজার বছর পর এক বিশাল প্রাকৃতিক বিপর্যয়ের সম্মুখীন হয়।

এই ধরণের বিপর্যয়ের কারণেই এক সময়ে ‘নোয়ার মহাপ্লাবন’-এর মতো ঘটেছিল। সামনের মহাপ্রলয় যে কোনও সময়ে আছড়ে পড়তে পারে।’

3 ঘণ্টার মধ্যে ধ্বংস হবে আমেরিকা

Thomas এর ভবিষ্যদ্বাণী অনুযায়ী, মাত্র ৩ ঘণ্টার মধ্যে লস অ্যাঞ্জেলস (Los Angeles, San Francisco), শিকাগো (Chicago), ডালাস (Dallas) এবং নিউ ইয়র্কের (New York)  মতো শহরগুলো বিলীন হয়ে যাবে।

এর পাশাপাশি, United States সম্পূর্ণভাবে ধ্বংস হবে, এবং সাত দিনব্যাপী এই বিপর্যয় পৃথিবীর ভৌগোলিক অবস্থানকে চিরতরে বদলে দেবে।

পৃথিবীর চৌম্বকক্ষেত্রে একটি আকস্মিক এবং প্রবল পরিবর্তন এই ধ্বংসাত্মক ঘটনার মূল কারণ হবে।

তিনি বিশদে ব্যাখ্যা করেন যে এই পরিবর্তন ক্যালিফোর্নিয়ার পাহাড়গুলোকে উল্লেখযোগ্যভাবে সরিয়ে দেবে এবং Pacific Ocean-এর জলোচ্ছ্বাস বিশালাকার ঢেউয়ে রূপান্তরিত হবে।

C.I.A.-এর গোপনীয়তার কারণ

এই বইটি দীর্ঘদিন গোপন রাখার পেছনে C.I.A.-এর উদ্দেশ্য নিয়ে জল্পনা-কল্পনার শেষ নেই। অনেকের মতে, বইয়ের ভয়াবহ ভবিষ্যদ্বাণী জনমনে আতঙ্ক ছড়ানোর আশঙ্কা থাকায় এটি গোপন রাখা হয়েছিল। যদিও Thomas-এর নামের সাথে McDonnell Douglas Aerospace সংস্থার গোপন প্রকল্পের সংযোগ পাওয়া যায়।

C.I.A.-এর সাথে তার সরাসরি সম্পর্কের কোনও প্রমাণ নেই। এই রহস্য বইটির গুরুত্ব আরও বাড়িয়ে দিয়েছে।

সমালোচনা এবং বৈজ্ঞানিক সত্য

Thomas-এর তত্ত্বের বৈজ্ঞানিক ভিত্তি নিয়ে অনেক প্রশ্ন উঠেছে। উদাহরণস্বরূপ, NASA এবং অন্যান্য বিজ্ঞান সংস্থা স্বীকার করে যে পৃথিবীর চৌম্বকক্ষেত্রে প্রতি 3,00,000 বছর পর একটি “পোল রিভার্সাল” ঘটে। তবে, তারা Thomas-এর বর্ণিত 6,500 বছর অন্তর ঘটতে থাকা বিপর্যয়ের তত্ত্ব অস্বীকার করেছে।

NASA বিজ্ঞানী Martin Mlynczak বলেন, চৌম্বকক্ষেত্র 90 ডিগ্রি পরিবর্তিত হলে এর ভূতাত্ত্বিক প্রমাণ অবশ্যই পাওয়া যেত।

এছাড়া, Thomas-এর দাবি করা “নোয়ার মহাপ্লাবন” 6,500 বছর আগে ঘটেছিল—এটি বেশিরভাগ বিশেষজ্ঞের অনুমানের সাথে অসঙ্গত। গবেষকদের মতে, এই মহাপ্লাবনের সময়কাল 4,000 থেকে 5,000 বছর আগে।

যদিও The Adam and Eve Story-এর বৈজ্ঞানিক ভিত্তি দুর্বল তবে এটি ইতিহাস, প্রত্নতত্ত্ব, এবং ভূতত্ত্বের প্রতি আগ্রহীদের জন্য একটি রোমাঞ্চকর বই। এই বইয়ের গল্প বলার ধরন এবং প্রলয়ঙ্করী ভবিষ্যদ্বাণী পাঠকদের মুগ্ধ করে। পাশাপাশি, C.I.A. কেন এটি গোপন রেখেছিল, সেই প্রশ্নও আজও সমাধানহীন রয়ে গেছে।

বিশ্ব ধ্বংসের এই তত্ত্ব বিজ্ঞান দ্বারা সমর্থিত না হলেও, এটি ভবিষ্যৎ বিপদ সম্পর্কে মানুষকে নতুন করে ভাবতে বাধ্য করে।

28 ভিউ

Posted ৯:০৫ অপরাহ্ণ | শনিবার, ১৮ জানুয়ারি ২০২৫

coxbangla.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

Editor & Publisher

Chanchal Dash Gupta

Member : coxsbazar press club & coxsbazar journalist union (cbuj)
cell: 01558-310550 or 01736-202922
mail: chanchalcox@gmail.com
Office : Shaheed sharanee road, cox’sbazar municipalty
coxsbazar-4700
Bangladesh
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
বাংলাদেশের সকল পত্রিকা সাইট
Bangla Newspaper

ABOUT US :

coxbangla.com is a dedicated 24x7 news website which is published 2010 in coxbazar city. coxbangla is the news plus right and true information. Be informed be truthful are the only right way. Because you have the right. So coxbangla always offiers the latest news coxbazar, national and international news on current offers, politics, economic, entertainment, sports, health, science, defence & technology, space, history, lifestyle, tourism, food etc in Bengali.

design and development by : webnewsdesign.com