কক্সবাংলা ডটকম(২৬ মে) :: রণবীর কাপূর আপাতত সিঙ্গল৷ লাস্ট গার্নফ্রেন্ড ছিলেন ক্যাটরিনা কাইফ৷ সেও তো অনেকদিনের গল্প৷ বাড়িতে বিয়ের সম্বন্ধ নিয়ে কথাবার্তাও চলছে অনবরত, সে মত চলছে পাত্রীর খোঁজ৷
কিন্তু এরই মধ্যে আবার এক বিতর্ক? এবার মডেল এরিকা প্যাকার্ড দাবি করলেন রণবীর কাপুরের গার্লফ্রেন্ড তিনি। শুধু তাই নয়, একেবারে প্রমাণ সহ এ হেন দাবি করেলেন মডেল এরিকা। রণবীরের সঙ্গে তোলা একটি ছবি পোস্টও করেন ইনস্টাগ্রামে। কিন্তু শেষে এক টুইস্টও রেখেছিলেন ছবির শেষের লেখাটিতে৷তিনি লিখেছেন রণবীর নাকি তাঁর টিভিসি বয়ফ্রেন্ড।
Posted ২:৪৩ পূর্বাহ্ণ | শুক্রবার, ২৬ মে ২০১৭
coxbangla.com | Chanchal Das Gupta