কক্সবাংলা ডটকম(১৬ জুন) :: গত মাসেই মৃত্যু হয়েছে আইএস চিফ আবু বকর আল বাগদাদির। রাক্কায় এক এয়ারস্ট্রাইকে মৃত্যু হয়েছে তার। এমনটাই দাবি করা হল রাশিয়ার তরফে। জানা গিয়েছে গত ২৮ মে এক এয়ারস্ট্রাইকে আইএস শীর্ষনেতার মৃত্যু হয়েছে।
রাশিয়ার দাবি, ওইদিন আইএস নেতাদের একটি বৈঠক ছিল। সেখানেই উপস্থিত ছিল বাগদাদিও। আর ওই মিটিং লক্ষ্য করে এয়ারস্ট্রাইক করে মস্কো। বর্তমানে বাগদাদির মাথার দাম ২৫ মিলিয়ন ডলার। ইরাকের মোসুলে বাগদাদি লুকিয়ে ছিল বলে জানা গিয়েছে।
তবে, এটিই প্রথম নয়৷ এর আগেও বাগদাদির মৃত্যুকে ঘিরে অনেক গুজব ছড়িয়েছে৷ রাক্কা শহরে তার মৃত্যু হয়েছিল বলে একটি গুজব এর আগেও ছড়িয়েছিল৷ যদিও সেই সমস্ত গুজবকে মিথ্যে বলে উড়িয়ে দিয়েছেন বিশেষজ্ঞরা৷ আইএস অফিসিয়াল মিডিয়াও এই বিষয়টির ব্যাপারে নিশ্চিত কোনও বক্তব্য প্রকাশ করেনি৷
Posted ২:৩৯ অপরাহ্ণ | শুক্রবার, ১৬ জুন ২০১৭
coxbangla.com | Chanchal Das Gupta