প্রেস বিজ্ঞপ্তি(৪ জুন) :: কক্সবাজার শহরে রাঙামাটির লংদুতে পাহাড়িদের বাড়ি-ঘরে অগ্নিসংযোগ, রাঙামাটি ছাত্র ইউনিয়নের সাংস্কৃতিক সম্পাদক চায়না পাটোয়ারিসহ শয়ন বিশ্বাসের বিরুদ্ধে মিথ্যা মামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে জেলা ছাত্র ইউনিয়ন।
রোববার (৪ জুন) বিকেলে মিছিলটি কক্সবাজার শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুরাতন শহীদ মিনারে সমাবেশে মিলিত হয়।
বাংলাদেশ ছাত্র ইউনিয়ন কক্সবাজার জেলা সংসদের সাধারণ সম্পাদক পাভেল দাশের সঞ্চালনায় সমাবেশে জেলা সংসদ সভাপতি অর্পন বড়–য়া বলেন, পাহাড়ে যারা বাস করে তারাও মানুষ। ক’দিন আগে পাহাড়িদের উপর যেই ন্যাক্কারজনক হামলা পরিচালিত হয়েছে তা একাত্তরে ধ্বংসযজ্ঞকেও হার মানাবে। লংদুতে হামলার ঘটনায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবী জানান- ছাত্র ইউনিয়নের সভাপতি।
এছাড়া সমাবেশ থেকে রাঙামাটি ছাত্র ইউনিয়নের সাংস্কৃতিক সম্পাদক চায়না পাটোয়ারী, শাওন বিশ্বাস সহ ছাত্র ইউনিয়নের নেতাকর্মীদের বিরুদ্ধে দায়েরকৃত সকল মিথ্যা মামলা প্রত্যাহার করার দাবী জানানো হয়।
এ সময় উপস্থিত ছিলেন জেলা ছাত্র ইউনিয়নের সাংগঠনিক সম্পাদক শয়ন কান্তি বিশ্বাস,উদীচী নেতা জুয়েল কুমার ধর অর্জন, সাবেক ছাত্র ইউনিয়ন নেতা রাহুল মহাজন, জেলা ছাত্র ইউনিয়নের স্কুল-ছাত্র বিষয়ক সম্পাদক ইকরামুল হক বাবু, শহর ছাত্র ইউনিয়নের সভাপতি শুভজিৎ রুদ্র, সহ সভাপতি মংবাহেন রাখাইন, সাধারণ সম্পাদক তনয় দাশ সবুজ, রামু উপজেলা ছাত্র ইউনিয়নর সভাপতি জয় বড়–য়া, ছাত্র ইউনিয়ন নেতা রাজা বিশ্বাস, আরিফুল ইসলাম নয়ন, সুজয় দাশ, ইফাজ উদ্দিন ইমু, আপন সেন, প্রশান্ত দাশ, ইসরাফিল আবরাউল রাগিব, জয়ন্ত বড়–য়া ও বিজয় দে প্রমূখ।
Posted ১০:৪৬ অপরাহ্ণ | রবিবার, ০৪ জুন ২০১৭
coxbangla.com | Chanchal Das Gupta