সোয়েব সাঈদ, রামু :: কক্সবাজার জেলা অটোরিক্সা সিএনজি টেম্পো সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়ন (রেজি. নং- ১৪৯১) রামু শাখার উদ্যোগে সংগঠনের ৫ জন সদস্যের পরিবারকে মৃত্যুভাতা প্রদান করা হয়েছে।
শনিবার, ২১ ডিসেম্বর রাত আটটায় রামু উপজেলা অটোরিক্সা সিএনজি টেম্পো সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়ন কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে মৃত্যুবরণকারি সদস্যদের স্বজনদের হাতে এসব অর্থ সহায়তা প্রদান করা হয়।
অর্থ সহায়তা প্রদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- কক্সবাজার জেলা অটোরিক্সা সিএনজি টেম্পো সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের সভাপতি মো. জালাল উদ্দিন, কার্যকরী সভাপতি আহসান উল্লাহ, অর্থ সম্পাদক আমান উল্লাহ, প্রচার সম্পাদক শফিকুল ইসলাম শফি, দপ্তর সম্পাদক শহিদুল্লাহ বাদশাহ, রামু লাইন পরিচালনা কমিটির সভাপতি মুজিবুল হক ভূট্টো, সহ সভাপতি নজরুল ইসলাম সুমন, সাধারণ সম্পাদক মমতাজ মিয়া, অর্থ সম্পাদক নুরুল ইসলাম, সদস্য রিদুয়ান বিন শরীফ প্রমূখ।
অনুষ্ঠানে সংগঠনের মৃত্যুবরণকারি ৫ জন সদস্যের পরিবারের সদস্যদের হাতে ২০ হাজার টাকা করে মৃত্যুভাতা প্রদান করেন অতিথিবৃন্দ।
সহায়তাপ্রাপ্ত ৫ জন মৃত্যুবরণকারি সদস্য হলেন- রামুর ফতেখাঁরকুল ইউনিয়নের সাতঘরিয়াপাড়ার মৃত আব্দুর শরীফের ছেলে মৃত মো. সুলতান আহমদ, মন্ডলপাড়ার মৃত নুরুর হকের ছেলে মৃত মো. ওসমান গনি, রাজারকুল ইউনিয়নের উমখালী গ্রামের গুরু দাশের ছেলে অধীর চন্দ্র ধর, ফতেখাঁরকুল ইউনিয়নের মুসলিম পাড়ার মৃত মো. হোসেনের ছেলে নবী হোসেন ও গর্জনিয়া ইউনিয়নের পূর্ব জুমছড়ি এলাকার ছৈয়দ হোসেনের ছেলে আমজাদ হোসেন।
অনুষ্ঠানে বক্তারা বলেন- কক্সবাজার জেলা অটোরিক্সা সিএনজি টেম্পো সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়ন (রেজি. নং- ১৪৯১) রামু শাখার উদ্যোগে সমিতির কোন সদস্য সড়ক দূর্ঘটনা কিংবা কোনভাবে আঘাতপ্রাপ্ত হলে এবং মৃত্যুবরণ করলে সমিতির পক্ষ থেকে আর্থিক সহায়তা প্রদান করা হয়।
কারণ চালক শ্রমিকরা ঝূঁকি নিয়ে সড়কে চলাচল করে। এ ধরনের সহায়তা ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
নেতৃবৃন্দ সমিতির মৃত্যুবরণকারি সকল সদস্যদের আত্মার মাগফেরাত কামনা করেন এবং ভবিষ্যতে এসব পরিবারের পাশে থাকার অঙ্গীকার ব্যক্ত করেন।
Posted ৫:০৭ অপরাহ্ণ | রবিবার, ২২ ডিসেম্বর ২০২৪
coxbangla.com | Chanchal Das Gupta