সোয়েব সাঈদ,রামু(১৬ জুলাই) :: কক্সবাজারের রামু রাজারকুল ঢালার মুখ নয়া পাড়া এলাকায় ভূমিদস্যু চক্রের অবৈধ স্থাপনা গুড়িয়ে বন বিভাগের ৪০ শতক জমি উদ্ধার করেছে প্রশাসন।
রবিবার (১৬) জুলাই দুপুরে রামু উপজেলা প্রশাসন, বন বিভাগ ও পুলিশ যৌথভাবে এ অভিযান পরিচালনা করে। কয়েক ঘন্টাব্যাপী এ অভিযানকালে অবৈধ জবরদখলকারীদের প্রতিহত করে তাদের একটি নির্মাণধীন সেমি পাকা বাড়ি ও একটি দোকান গুড়িয়ে দেয়।
এ উচ্ছেদ অভিযানের সত্যতা নিশ্চিত করে রামু উপজেলা নির্বাহী অফিসার মোঃ শাহজাহান আলি জানান, জেলা উন্নয়ন সমন্বয় সভায় আলোচনার প্রেক্ষিতে জেলা প্রশাসকের নির্দেশনার আলোকে রাজারকুল ইউনিয়নের বিএস ২ নং খতিয়ানের আরএস ৮৩৪৭, বিএস ৯২৪৭ দাগের উপর অবৈধভাবে নির্মাণাধীন স্থাপনা উচ্ছেদ করা হয়।
উচ্ছেদ অভিযানকালে কক্সবাজার দক্ষিন বন বিভাগের বিভাগীয় বন কর্মকরতা মোঃ আলী কবির, রাজারকুল রেঞ্জ এসিএফ দেওয়ান মোঃ আব্দুল হাই আজাদ, রেঞ্জ কর্মকরতা হারুন অর রশিদ, টেকনাফ রেঞ্জ কর্মকরতা তাপস কুমার দেব, রাজারকুল ইউপি চেয়ারম্যান মফিজুর রহমান ,বিট অফিসার তোহিদুর রহমান, হান্নান উজ জামান, উত্তম কুমার দাস, সার্ভেয়ার মোহাম্মদ সাখাওয়াত, সহকারী মহীউদ্দিনসহ কক্সবাজার দক্ষিন বন বিভাগের টহল দল ও রামু থানার এস.আই ইকবাল পারভেজসহ সংশ্লিষ্ট বিট কর্মকর্তা, রামু থানা পুলিশসহ স্থানীয় ব্যক্তিবর্গ।
এ ব্যাপারে রামু উপজেলা নির্বাহী অফিসার মোঃ শাহজাহান আলি জানান, রাজারকুল ইউনিয়নের অবৈধ দখলদারদের স্থাপনা ধ্বংস করে প্রায় ৪০ শতক সরকারি জমি উদ্ধার করা হয়েছে। বেশ কিছুদিন যাবত এসব অবৈধ দখলদাররা এ জমি জবরদখল করেছিল। সরকারি জায়গা দখলমুক্ত না হওয়া পর্যন্ত এ উচ্ছেদ অভিযান চলবে বলে তিনি জানান।
Posted ১০:৫১ অপরাহ্ণ | রবিবার, ১৬ জুলাই ২০১৭
coxbangla.com | Chanchal Das Gupta