প্রেস বিজ্ঞপ্তি(১৫ আগষ্ট) :: রামু উপজেলা পরিষদ ও উপজেলা প্রশাসনের যৌথ উদ্যোগে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪২তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালিত হয়েছে। এ উপলক্ষ্যে দিনব্যাপী নানা কর্মসূচি পালন করা হয়। কর্মসূচির মধ্যে ছিলো, ভোর ৬টায় বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পূষ্পমাল্য অর্পণ, ৬ টা ২০মিনিটে জাতীয় পতাকা অর্ধনমিতকরণ ও দলীয় পতাকা উত্তোলন, সকাল সাড়ে ৯টায় পবিত্র কোরআনখানি ও মিলাদ মাহফিল।
সকাল ১০টায় রামু চৌমুহনীস্থ দলীয় কার্যালয়ে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, রামু উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও রামু উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান সোহেল সরওয়ার কাজল। রামু উপজেলা আওয়ামীলীগ সহ সভাপতি মাস্টার নুরুল আমিনের সভাপতিত্বে আলোচনা সভায় স্বাগত বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক শামসুল আলম মন্ডল।
ফতেখাঁরকুল ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আবদুর রহিম মুন্সীর সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথিবৃন্দের মধ্যে বক্তব্য রাখেন, রামু উপজেলা আওয়ামীলীগের সহ সভাপতি নুর হোসেন মেম্বার, তপন বড়–য়া, হানিফ বিন নজির ও নুরুল ইসলাম বকুল, যুগ্ন সাধারণ সম্পাদক সুজন শর্মা ও মৃনাল বড়–য়া, সাংগঠনিক সম্পাদক নুরুল হক চৌধুরী, ইউনুচ রানা চৌধুরী, শেখ জুনায়েদ বিপ্লব, অর্থ সম্পাদক সাংবাদিক নুরুল ইসলাম সেলিম, আওয়ামীলীগ নেতা ফরিদুল আলম, ফজল করিম, নাছির উদ্দিন সিকদার, সাবেক ছাত্র নেতা সাব্বির আহমদ, রাজারকুল ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি তারেক সরওয়ার, সাধারণ সম্পাদক সরওয়ার কমালা সোহেল, ফতেখাঁরকুল ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি ফিরোজ আহমদ, সাধারণ সম্পাদক আবদুর রহিম, কাউয়ারখোপ ইউনিয়ন আওয়ামীলীগের আহবায়ক মোহা. হোছাইন মেম্বার, জোয়ারিয়ানালা ইউনিয়ন সভাপতি কামাল বোরহান উদ্দিন আহমেদ শাহান, খুনিয়াপালং ইউনিয়ন সভাপতি আবদুল হক, কচ্ছপিয়া আওয়ামীলীগ সভাপতি জাহাঙ্গীর সিকদার, জাকের আহমদ মেম্বার, চাকমারকুল ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি শামসুল আলম, সাধারণ সম্পাদক নুরুল ইসলাম ভূট্টো, ঈদগড় ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি নুরুল ইসলাম বাঙ্গালী, রশিদনগর সভাপতি বজল আহমদ বাবুল, দক্ষিণ মিঠাছড়ি ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি জহুর আলম, ফতেখাঁরকুল ইউনিয়ন আওয়ামীলীগ নেতা জহির আলা উদ্দিন, সুমথ বড়–য়া, আকতার কামাল, আওয়ামীলীগ নেতা আবু তাহের, মোস্তাক আহমদ, নুরুল ইসলাম, সুলক বড়–য়া প্রমূখ।
Posted ১২:১২ পূর্বাহ্ণ | বুধবার, ১৬ আগস্ট ২০১৭
coxbangla.com | Chanchal Das Gupta