নীতিশ বড়–য়া,রামু(১৭ আগস্ট) :: জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪২তম শাহাদাৎ বার্ষিকী জাতীয় শোক দিবস উপলক্ষে রামুতে আলহাজ্ব সাইমুম সরওয়ার কমল এমপি’র নেতৃত্বে এবারও বৃহত্তম মেজবানের আয়োজন করা হয়েছে আগামী ২২ আগস্ট।
বৈরী আবহাওয়ার কারনে ১৭ আগস্টের পরিবর্তে ২২ আগস্ট দিন ধার্য্য করা হয়। রামু স্টেডিয়ামে আয়োজিত এ বৃহত্তম মেজবানের আয়োজনকে ঘিরে ইতোমধ্যে নেতা-কর্মীদের মাঝে কর্মতৎপরতা শুরু হয়েছে।
জাতীয় শোক দিবস উপলক্ষে মেজবান বাস্তবায়ন কমিটির চেয়ারম্যান আলহাজ¦ সাইমুম সরওয়ার কমল এমপি ও মহাসচিব উপজেলা চেয়ারম্যান রিয়াজ উল আলম জানান, স্বাধীনতার মহান স্থপতি, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪২তম শাহাদাৎ বার্ষিকী, জাতীয় শোক দিবস উপলক্ষে বিগত বছরের ধারাবাহিকতায় আগামী ২২ আগস্ট রামু স্টেডিয়ামে বৃহত্তম পরিসরে মেজবানের আয়োজন করা হয়েছে।
মেজবান বাস্তবায়নে পৃথক পৃথক উপ কমিটিও গঠন করা হয়েছে উল্লেখ করে নেতৃবৃন্দ সকলের প্রতি মেজবানে অংশ গ্রহনের আহবান জানিয়েছেন।
জাতীয় শোক দিবসের কর্মসূচীর অংশ হিসেবে রামু উপজেলায় আওয়ামীলীগসহ অঙ্গ ও সহযোগি সংগঠনের নেতাকর্মীরা জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি জাফর আলম চৌধুরীর নেতৃত্বে ১৫ আগষ্ট দিন ব্যাপী কর্মসূচী পালন করেছে।
এতে আলহাজ্ব সাইমুম সরওয়ার কমল এমপি প্রধান অতিথি ও রামু উপজেলা পরিষদ চেয়ারম্যান, যুবলীগ সভাপতি রিয়াজ উল আলম বিশেষ অতিথি ছিলেন।
Posted ১২:০১ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ১৭ আগস্ট ২০১৭
coxbangla.com | Chanchal Das Gupta