সোয়েব সাঈদ, রামু :: রামুতে দরিদ্র কৃষকের ৮০ শতক জমির পাকা ধান কেটে ঘরে পৌঁছে দিয়েছেন জাতীয়তাবাদী কৃষকদলের নেতাকর্মীরা।
শনিবার সকাল থেকে বিকাল পর্যন্ত কৃষকদলের নেতাকর্মীরা স্বেচ্ছায় স্বতঃস্ফূর্তভাবে এ ধানকাটায় অংশ নেন। ধান কাটার পর তা কাঁধে নিয়ে পৌঁছে দেন কৃষক সুলতান আহমদের বাড়ির আঙ্গিনায়।
রামু উপজেলার জোয়ারিয়ানালা ইউনিয়নের নন্দাখালী এলাকার হতদরিদ্র সুলতান আহমদের জমিতে উৎসবমুখর পরিবেশে এ ধান কাটার আয়োজন করে বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষকদল জোয়ারিয়ানালা ইউনিয়ন শাখা।
এতে উপস্থিত থেকে ধান কাটায় অংশ নেন- বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষকদল রামু উপজেলা শাখার আহবায়ক হালিমুর রহমান মিয়াজী ও সদস্য সচিব আনোয়ারুল হক সিকদার, জোয়ারিয়ানালা ইউনিয়ন কৃষকদলের সভাপতি সৈয়দ করিম, সাধারণ সম্পাদক মনজুর আলম, সিনিয়র সহ-সভাপতি মমতাজ আহমদ, সাংগঠনিক সম্পাদক বেলাল আহমদ, সহ সভাপতি শাহাজাহান, মনজুর আলম ও মোহাম্মদ হাসান, যুগ্ন সহ-সম্পাদক আব্বাস উদ্দিন, কৃষকদল নেতা সৈয়দুল হক, এরফানউল হক, মমতাজ আহমেদ, মো. হাশেম, মো. হাফেজ আবু তাহের, আব্দুস সামাদ, মোহাম্মদ হোসেন মিন্টু, আব্দুল করিম, ছুরুত আলম, আবুল হোসাইন, মো. বাবুল, মোহাম্মদ কালুসহ অনেকে। কৃষকদল নেতাকর্মী ছাড়াও স্থানীয় অনেক ব্যক্তিও স্বেচ্ছায় ধান কাটার এ মহৎ আয়োজনে অংশ নেন।
বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষকদল রামু উপজেলা শাখার আহবায়ক হালিমুর রহমান মিয়াজী ও সদস্য সচিব আনোয়ারুল হক সিকদার জানিয়েছেন- শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠার পাশাপাশি খাদ্যে স্বয়ং সম্পূর্ণ দেশ গঠনের জন্য কৃষিক্ষেত্রে বিপ্লব সৃষ্টি করেছিলেন।
তাই শহীদ জিয়ার আদর্শ ধারন করে রামুতে কৃষকদল গরীব-অসহায় কৃষকদের পাকা ধান কেটে ঘরে তুলে দিচ্ছে।
এখন রামু জোয়ারিয়ানালা কৃষকদলের পক্ষ থেকে সুলতান আহমদের পাকা ধান কেটে ঘরে তুলে দেয়া হয়েছে। কৃষকদের কষ্ট ভাগাভাগি করতে আগামীতেও রামু উপজেলা বিভিন্নস্থানে দরিদ্র-অসহায় কৃষকদের পাকা ধান কেটে ঘরে তুলে দেয়ার এ উদ্যোগ চলমান থাকবে।
Posted ১:০৮ পূর্বাহ্ণ | সোমবার, ০৯ ডিসেম্বর ২০২৪
coxbangla.com | Chanchal Das Gupta