
কামাল শিশির,রামু(১৮ আগষ্ট) :: পবত্রি ঈদুল আযহাকে সামনে রেখে ব্যস্ত সময় কাটাচ্ছেন রামুর কামার সম্প্রদায়ের লোকজন । কাক ডাকা ভোর থেকে শুরু করে গভীর রাত পর্যন্ত চলছে দা,বটি ,ছুরি ও চাপাতি তৈরির কাজ । কামারের দোকান গুলুতে শোনা যাচ্ছে টুং টাং শব্দ । ভোর থেকে রাত পর্যন্ত লোহা পিটিয়ে টুং টাং শব্দে চলছে ধারালো অস্ত্র তৈরির কাজ ।
কোরবানীর ঈদকে সামনে রেখে রামু উপজেলার মিঠাছড়ী,কাউয়ারখোপ,রশিদনগর , খুঁিনয়াপালং, জোয়ারিয়ানালা,গর্জনিয়া,চাকমারকুল,কচ্ছপিয়া,ঈদগড়,ফতেকারকুল, রাজারকুল সহ ইউনিয়নের সব বাজারের কামারের দোকান গুলোতে এমনই দৃশ্য ।
পশু কোরবানী ও মাংস কাটার অস্ত্র তৈরিতে ব্যস্ত সময় পার করছেন কামাররা । দাম একটু বেশি হলেও বেচা-বিক্রী ভাল বলে জানান কামারেরা । তারা জানান,,কোরবানীর পশু ও মাংস কাটার জন্য অনেকেই আগে থেকে অর্ডার দিয়ে রেখেছে ।
সরেজমিনে দেখা যায়, টুলে বসে পোড়া লোহা পেটাচ্ছেন কারিগররা।দোকানের খোঁপে সাজিয়ে রাখা হয়েছে ছুরি,বটি,দা,চাপাতি,কুড়ালসহ ধারালো সব অস্ত্র ।স্প্রিং ও সাধারণ লোহা থেকে তৈরি এসব অস্ত্র পচন্দ মত কিনছেন ক্রেতারা । বাজারের কামার অনিল বাবু জানান,লোহার মুল্য বেশি হওয়ায় গত বছরের তুলনায় এবার দাম একটু বেশি ।
তিনি আরো বলেন, ঈদের সময় ঘনিয়ে আসছে তাই আমাদের ব্যস্ততাও বেড়ে গেছে । ঈদের আগের দিন পর্যন্ত চলবে তাদের এ ব্যস্ততা । আবার আনেকেই পুরাতন অস্ত্র শান ও ধার দিতে দেখা যাচ্ছে ।

Posted ২:১১ অপরাহ্ণ | শনিবার, ১৯ আগস্ট ২০১৭
coxbangla.com | Chanchal Das Gupta