সোয়েব সাঈদ,রামু(৪ জুন) :: দূর্যোগ ব্যবস্থাপনা ও ত্রান মন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বলেছেন, দূর্গত মানুষের পাশে দাঁড়ানো সবার নৈতিক দায়িত্ব। আওয়ামীলীগ সরকার জনগনের সরকার। তাই জননেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে তিনিও দূর্যোগ-দূর্ভোগে গণমানুষের পাশে এসে দাঁড়িয়েছেন। ঘূর্ণিঝড় মোরায় বেশী কিংবা আংশিক যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন তাদের সকলকেই প্রয়োজনীয় সহযোগিতা দেয়া হবে।
ক্ষতিগ্রস্তরা সবাই সরকারের সহায়তা পাবেন। যাদের ঘর সম্পূর্ণ বিধস্ত হয়েছে তাদের ঘর তৈরী করে দেয়া হবে। কোন ক্ষতিগ্রস্ত ব্যক্তি যেন সরকারের সহায়তা থেকে বঞ্চিত না হয়, সেজন্য সবাইকে সচেষ্ট হতে হবে।
মন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া রবিবার (৪জুন) সকাল সাড়ে ১১ টায় রামুর কাউয়ারখোপ ইউনিয়ন পরিষদ কমপ্লেক্সে দূর্গতদের ত্রান সামগ্রী বিতরণ করেন।
পরে মন্ত্রী রামুর গর্জনিয়া উচ্চ বিদ্যালয় মাঠে ঘূণিঝড় মোরা’য় ক্ষতিগ্রস্তদের ত্রান বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। অনুষ্ঠানে মন্ত্রী ক্ষতিগ্রস্তদের ত্রান সামগ্রী বিতরণ করেন। এরআগে সকাল ১১টায় তিনি ঘূর্ণিঝড় মোরা’য় ধ্বসে পড়া গর্জনিয়া উচ্চ বিদ্যালয়ের একাডেমিক ভবন পরিদর্শন করেন।
সমাবেশ শেষে মন্ত্রী ঘূর্ণিঝড় মোরায় বিধ্বস্ত কচ্ছপিয়া উচ্চ বিদ্যালয়ের ভবন পরিদর্শন করেন এবং ক্ষতিগ্রস্ত বাসিন্দাদের সাথে মতবিনিময় ও ত্রান সামগ্রী বিতরণ করেন। এসময় মন্ত্রীর সফর সঙ্গী ছিলেন, কক্সবাজার-৩ (সদর-রামু) আসনের সংসদ সদস্য আলহাজ্ব সাইমুম সরওয়ার কমল।
Posted ৫:৪৯ অপরাহ্ণ | রবিবার, ০৪ জুন ২০১৭
coxbangla.com | Chanchal Das Gupta