দীপন বিশ্বাস :: কক্সবাজারের রামু উপজেলার গর্জনিয়া ইউনিয়নের বড়বিল এলাকা থেকে পরিত্যক্ত অবস্থায় ৪টি দেশীয় এলজি, ১টি ওয়ান শুটারগান, ১১ রাউন্ড তাজা গুলি ২৪ রাউন্ড গুলির খোসা ও ৩টি অস্ত্রের যন্ত্রাংশ উদ্ধার করেছে র্যাব-১৫ এর একটি দল।
র্যাব ১৫ এর অতিরিক্ত পুলিশ সুপার সিনিয়র সহকারী পরিচালক (ল’ এন্ড মিডিয়া অফিসার) মোঃ কামরুজ্জামান জানান, র্যাবের ক্রমাগত অস্ত্র বিরোধী অভিযান এবং চলমান গোয়েন্দা তৎপরতায় গোপন সংবাদের ভিত্তিতে রামু উপজেলার গর্জনিয়ার বড়বিল এলাকায় বিপুল পরিমাণ দেশীয় তৈরী আগ্নেয়াস্ত্র, গোলাবারুদ এবং অস্ত্রের বিভিন্ন যন্ত্রাংশ মাটির নিচে পুঁতে রাখা হয়েছে এমন তথ্যের ভিত্তিতে ৯ ডিসেম্বর রাতে র্যাব-১৫ এর সিপিএসসি ক্যাম্পের একটি দল বর্ণিত এলাকায় অভিযান পরিচালনা করে।
এসময় পরিত্যক্ত অবস্থায় ৪টি দেশীয় এলজি, ১টি ওয়ান শুটারগান, ১১ রাউন্ড তাজা গুলি, ২৪ রাউন্ড গুলির খোসা ও অস্ত্রের ৩টি যন্ত্রাংশ উদ্ধার করে।
পরে উপস্থিত সাক্ষীদের মোকাবেলায় জব্দ তালিকা প্রস্তুুত করে।
উদ্ধারকৃত অস্ত্র ও গোলাবারুদ এর পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণার্থে কক্সবাজার জেলার রামু থানায় হস্তান্তর করা হয়েছে।
Posted ৪:৪৪ অপরাহ্ণ | মঙ্গলবার, ১০ ডিসেম্বর ২০২৪
coxbangla.com | Chanchal Das Gupta