সোয়েব সাঈদ,রামু(২৩ আগষ্ট) :: রামুতে পুকুরের পানিতে ডুবে প্রাণ হারিয়েছে ৬ বছরের শিশু। আজ বুধবার (২৩ আগষ্ট) বিকাল পাঁচটায় রামু উপজেলার চাকমারকুল ইউনিয়নের শ্রীমুরা এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত রাকিবুল ইসলাম (৬) ওই এলাকার সৌদি প্রবাসী আবু তাহের এর ছেলে এবং শ্রীমুরা নূরানী তালিমুল কোরআন মাদরাসার ছাত্র।
নিহত শিশুর স্বজনরা জানিয়েছেন, মা ফারেজা বেগম বাড়ির কাজে ব্যস্থ ছিলেন।
ওই সময় শিশুটি পানি আনতে গিয়ে সবার অগোচরে বাড়ির পেছনে পুকুরে পড়ে যায়। অনেক খোঁজাখুজির পর পুকুরে রাকিবুল ইসলামের মৃতদেহ দেখতে পায় স্থানীয়রা। শিশুটির মৃত্যুতে এলাকায় শোকাবহ পরিবেশ বিরাজ করছে।
Posted ১২:১৯ পূর্বাহ্ণ | বৃহস্পতিবার, ২৪ আগস্ট ২০১৭
coxbangla.com | Chanchal Das Gupta