খালেদ হোসেন টাপু,রামু(২ জুলাই) :: কক্সবাজারের রামু থানা পুলিশের পৃথক অভিযানে ৬৫০ পিস ইয়াবাসহ তিনজন আটক করা হয়েছে। রবিবার এ পৃথক অভিযান পরিচালনা করা হয়। পৃথক অভিযানে ইয়াবাসহ আটককৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট ধারায় রামু থানায় মামলা রুজু হয়েছে।
পুলিশ সুত্র জানায়, রবিবার সকালে গোপন সংবাদের ভিত্তিতে বাইপাস শ্যামলী কাউন্টারের সামনে থেকে ২০০ পিস ইয়াবাসহ আবুল হোসেন (৩৩)কে আটক করে। সে হ্নীলা এলাকার নুরুল ইসলামের ছেলে।
পরে বিকেলে চেইন্দা বসুন্ধরা এলাকা থেকে নুরুল আমিনের ছেলে এরশাদ উল্লাহ (২৪) ও মোঃ নুরের ছেলে নুরুল আমিন (৩৫)। তাদের বাড়ি টেকনাফ শরনার্থী ক্যাম্প এলাকায়।
রামু থানার ওসি একেএম লিয়াকত আলীর নির্দেশে এস আই এস এম ইকবাল পারভেজের নেতৃত্বে এ অভিযান পরিচালনা হয়।
রামু থানার এস আই এস এম ইকবাল পারভেজ ইয়াবাসহ তিনজনকে আটক করার বিষয়টি নিশ্চিত করেছেন।
Posted ১১:১০ অপরাহ্ণ | রবিবার, ০২ জুলাই ২০১৭
coxbangla.com | Chanchal Das Gupta