প্রেস বিজ্ঞপ্তি(১৯ জানুয়ারি) :: সাধারণ শিক্ষার পাশাপাশি নতুন প্রজন্মের বৌদ্ধ শিক্ষার্থীদের ধর্মীয় শিক্ষার উৎকর্ষতা সাধনের লক্ষ্যে রামুতে বাংলাদেশ বুড্ডিস্ট ওয়েলফেয়ার মিশন এর উদ্যোগে বৃহৎ পরিসরে বৌদ্ধ ধর্মীয় বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১৯ জানুয়ারি) প্রিয়সেন প্রভাতী সদ্ধর্ম শিক্ষা নিকেতন এর আয়োজনে রামু খিজারী বার্মিজ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ পরীক্ষা অনুষ্ঠিত হয়। কক্সবাজার জেলার বিভিন্ন উপজেলার প্রায় তিন শতাধিক বৌদ্ধ ধর্মাবলম্বী শিক্ষার্থী এতে অংশগ্রহণ করে।
এতে রামু, উখিয়া, কক্সবাজার সদর, চকরিয়া, নাইক্ষ্যংছড়ি, মহেশখালী, টেকনাফ উপজেলার বিভিন্ন স্কুলের তৃতীয় থেকে দশম শ্রেণীর শিক্ষার্থীরা রয়েছে।
পরীক্ষার সমন্বয়কারী ও উত্তর ফতেখাঁরকুল বিবেকারাম বৌদ্ধ বিহারের অধ্যক্ষ ভদন্ত শীলপ্রিয় থের জানান, বৌদ্ধ ধর্মের ইতিহাস, ঐতিহ্য, কৃষ্টি, সংস্কৃতি সর্ম্পকে নতুন প্রজন্মের বৌদ্ধ শিক্ষার্থীদের আগ্রহী করে তোলা এবং ধর্মীয় জ্ঞান বিকশিত করার লক্ষ্যে এ বৃত্তি পরীক্ষার আয়োজন করা হয়েছে।
এতে উপস্থিত থেকে সার্বিক সহযোগিতা করেন রামু খিজারী বার্মিজ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পরিচালনা কমিটির সভাপতি আওয়ামী নেত্রী মুসরাত জাহান মুন্নি, স্কুলের প্রধান শিক্ষক ও কেন্দ্র সচিব সুমন বড়–য়া, বৌদ্ধনেতা শিক্ষক সুমথ বড়–য়া, কন্ঠশিল্পী মানসী বড়–য়া, প্রজ্ঞাপাল ভিক্ষু, প্রজ্ঞাতিলোক ভিক্ষু, প্রজ্ঞামোদিতা ভিক্ষু, প্রজ্ঞাসত্য ভিক্ষু, প্রজ্ঞাশাক্য ভিক্ষু, প্রজ্ঞাদর্শী ভিক্ষু, প্রজ্ঞাসেন ভিক্ষু।
এছাড়াও পরীক্ষা পরিচালনায় পরিদর্শক হিসেবে দায়িত্ব পালন করেন সুমন বড়–য়া, জিটু বড়–য়া, ইলক বড়–য়া, নিকল বড়–য়া, বিকাশ বড়–য়া, জেসন বড়–য়া, হিল্লোল বড়–য়া, পবন বড়–য়া, রুবেল বড়–য়া, রিমন বড়–য়া, সংকেশ বড়–য়া, রিপন বড়–য়া প্রমুখ
Posted ১২:১১ পূর্বাহ্ণ | শনিবার, ২০ জানুয়ারি ২০১৮
coxbangla.com | Chanchal Das Gupta