সোয়েব সাঈদ,রামু(১৫ আগষ্ট) :: রামুতে পাওনা টাকা চাওয়ায় এক ব্যবসায়িকে মারধর ও দোকানে ভাংচুর চালানো হয়েছে। এ ঘটনার প্রতিবাদে ক্ষুব্দ ব্যবসায়িরা দোকাট পাট অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষনা ও মানববন্ধন কর্মসূচি পালন করেছে।
মঙ্গলবার (১৫ আগষ্ট) দুপুরে রামু চৌমুহনীস্থ হাজ¦ী জাহেদ কমপ্লেক্সের আল মদিনা লুঙ্গী বিতানে এ ঘটনা ঘটে। এ ঘটনায় আহত দোকানটির মালিক জাকের হোসেন বাদি হয়ে রামু থানায় লিখিত অভিযোগ দিয়েছেন।
মঙ্গলবার সন্ধা ৬টায় রামু থানার উপ-পরিদর্শক আবুল কালাম আজাদ অভিযান চালিয়ে এ ঘটনায় অভিযুক্ত মো. ইসহাক প্রকাশ পাখি’কে আটক করেছে।
দোকান মালিক আহত জাকের হোসেন জানান, দুপুরে রামুর মন্ডলপাড়া এলাকার হাজ¦ী জাহেদ হোসেনের ছেলে মো. ইসহাক ওরফে পাখি অতর্কিতভাবে তার দোকানে এসে তাকে মারধর শুরু করে। এসময় হামলাকারি যুবকটি তার দোকানের আসবাবপত্র ও মালামাল লুট করে এবং দোকানে ভাংচুর চালায়।
তিনি আরো জানান, ইতিপূর্বে হামলাকারি পাখি তার কাছ থেকে ১ লাখ টাকা হাওলাত নেন। সম্প্রতি ব্যবসায়িক প্রয়োজনে পাওনা টাকা দাবি করে আসছিলেন। কিন্তু টাকা দূরের কথা উল্টো তাকে বিভিন্নভাবে হুমকিÑধমকি দেয়া হত।
এদিকে এ ঘটনায় ঘটনার পরপরই জাকের হোসেন বাদি হয়ে রামু থানায় লিখিত অভিযোগ দেন।
পুলিশ জানিয়েছে, বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে। ব্যবসায়িকে মারধর, দোকানে ভাংচুর ও মালামাল লুটের প্রতিবাদে মঙ্গলবার বিকালে হাজী জাহেদ কমপ্লেক্সের অর্ধশতাধিক ব্যবসায়ি মার্কেটের সামনে মানববন্ধন কর্মসূচি পালন করে। এতে হামলাকারি যুবকের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করা হয়।
Posted ১২:৩৯ পূর্বাহ্ণ | বুধবার, ১৬ আগস্ট ২০১৭
coxbangla.com | Chanchal Das Gupta