খালেদ হোসেন টাপু,রামু(১০ জুলাই) :: কক্সবাজারের রামু উপজেলা প্রশাসনের মাসিক আইন শৃংখলা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১০ জুলাই) উপজেলা মিলনায়তনে মাসিক আইন শৃংখলা সভায় সভাপতিত্ব করেন, উপজেলা নির্বাহী অফিসার মো. শাহজাহান আলি। প্রধান অতিথি ছিলেন, উপজেলা চেয়ারম্যান রিয়াজ উল আলম।
সভায় রামু উপজেলার প্রত্যেক ইউনিয়নে মাসিক আইন শৃংখলা কমিটির মাধ্যমে এলাকার অপরাধীদের চিহ্নিতকরণসহ যে কোন অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার সিন্ধান্ত গৃহীত হয়। এছাড়া সর্বসম্মতিক্রমে রামু উপজেলা প্রশাসনের মাসিক আইন শৃঙখলা কমিটিতে কোন বিতর্কিত ব্যক্তিকে সদস্য না রাখা এবং কোন কর্মকর্তা যদি বিতর্কিত ব্যক্তিদের সঙ্গে গোয়নীয় সম্পর্ক বজায় রাখে এমন সত্যতা পেলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার সিদ্ধান্ত হয়।
সভায় উপজেলা চেয়ারম্যান রিয়াজ উল আলম বলেন, রামুর সাধারণ মানুষের জীবনমান উন্নয়নে সবাইকে একযোগে কাজ করতে হবে। এলাকার আইন শৃংখলা নিয়ন্ত্রণ করা ও যুব সমাজকে মাদক মুক্ত করতে সকলের সার্বিক সহযোগীতা করা প্রয়োজন। তিনি প্রত্যেক কর্মকর্তাকে নিজ নিজ দপ্তরে থেকে জনসাধারণের সেবা নিশ্চিত করার আহবান জানান।
এ সময় বক্তব্য রাখেন উপজেলা ভাইস চেয়ারম্যান আলী হোসেন কোম্পানী, মহিলা ভাইস চেয়ারম্যান ফরিদা ইয়াছমিন, উপজেলা সহকারি কমিশনার মো. নিকারুজ্জামান, রামু থানার ওসি একে এম লিয়াকত আলী, রামু স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ আবদুল মন্নান, ফতেখাঁরবুল চেয়ারম্যান ফরিদুল আলম, চাকমারকুল চেয়ারম্যান নুরুল ইসলাম সিকদার, গর্জনিয়া চেয়ারম্যান সৈয়দ নজরুল ইসলাম, খুনিয়া পালং চেয়ারম্যান আবদুল মাবুদ, জোয়ারিয়ানালা চেয়ারম্যান কামাল শামসুদ্দিন প্রিন্স, কাউয়ারখোপ চেয়ারম্যান মোস্তাক আহমদ, কচ্ছপিয়া চেয়ারম্যান আবু ইসমাঈল মোঃ নোমান, রশিদ নগর চেয়ারম্যান এমডি শাহ আলম, রাজারকুল চেয়ারম্যান মুফিজুর রহমান,
রামু কেন্দ্রীয় সীমা বিহারের সাধারণ সম্পাদক তরুণ বড়–য়া, রামু প্রেস ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি আমীর হোছাইন হেলালী, হাইওয়ে থানার সার্জেন্ট শাহাদত হোসেন, রামু খিজারী আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মুফিজুর রহমান, রামু বালিকা উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক জয়নাল আবেদীন, ধোয়া পালং রেঞ্জ কর্মকর্তা সাইফুল ইসলাম, উপ সহকারী প্রকৌশলী মাসুদ রানা সায়েম, মহিলা বিষয়ক কর্মকর্তা শিরিন ইসলাম, ফরেষ্টার আশরাফুল ইসলাম, ইসলামী ফাউন্ডেশনের সুপারভাইজার সাইফুদ্দিন খালেদ, আনসার ভিডিপি কর্মকর্তা ফরিদুল আলম, নায়েক সুবেদার আবদুস ছামাদ, রামু প্রেস ক্লাব কর্মকর্তা খালেদ হোসেন টাপু প্রমুখ জনপ্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
Posted ১০:২৩ অপরাহ্ণ | সোমবার, ১০ জুলাই ২০১৭
coxbangla.com | Chanchal Das Gupta