খালেদ হোসেন টাপু,রামু(৮ জুন) :: কক্সবাজারের রামুতে উপজেলা প্রশাসনের মাসিক উন্নয়ন সমন্বয় কমিটির সভা বৃহস্পতিবার উপজেলা মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। এতে সভাপতিত্ব করেন উপজেলা চেয়ারম্যান রিয়াজ-উল আলম।
এতে স্বাগত বক্তব্য রাখেন, রামু উপজেলা নির্বাহী অফিসার মোঃ শাহজাহান আলি। সভায় সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঘোষিত ভিষন’২১ বাস্তবায়ন ও ডিজিটাল বাংলাদেশ গড়ার প্রত্যয়ে রামুর উন্নয়নকে তরান্বিত করতে সকলকে একযোগে কাজ করার আহবান জানানো হয়।
এসময় উপস্থিত ছিলেন,ভাইস চেয়ারম্যান আলী হোসেন, মহিলা ভাইস চেয়ারম্যান ফরিদা ইয়াছমিন, উপজেলা সহকারী কমিশনার ভূমি মোঃ নিকারুজ্জামান, ফতেখাঁরকুল চেয়ারম্যান ফরিদুল আলম, গর্জনিয়া চেয়ারম্যান সৈয়দ নজরুল ইসলাম, ঈদগড় চেয়ারম্যান ফিরোজ আহমদ ভূট্টো, খুনিয়া পালং চেয়ারম্যান আবদুল মাবুদ, রাজারকুল চেয়ারম্যান মুফিজুর রহমান, জোয়ারিয়ানালা চেয়ারম্যান কামাল শামসুদ্দিন আহমদ প্রিন্স, কাউয়ারখোপ চেয়ারম্যান মোস্তাক আহমদ, কচ্ছপিয়া চেয়ারম্যান আবু ইসমাঈল মোঃ নোমান, রশিদ নগর চেয়ারম্যান এমডি শাহ আলম, প্রকৌশলী এলজিইডি মোঃ জাকির হাসান , রামু স্বাস্থ্য ও প.প. কর্মকর্তা ডাঃ আবদুল মন্নান, মহিলা বিষয়ক কর্মকর্তা শিরিন ইসলাম, যুব উন্নয়ন কর্মকর্তা মাহবুবুর রহমান, সমাজ সেবা কর্মকর্তা বিল্লাল হোসেন খন্দকার, সমবায় কমকর্তা সেলিম উল্লাহ, বাঘখালী রেঞ্জ অফিসার ফখরুল আলম, নেত্রী আফসানা জেসমিন পপি মেম্বার, আনার কলি মেম্বার প্রমুখ
Posted ৯:৫৫ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ০৮ জুন ২০১৭
coxbangla.com | Chanchal Das Gupta