সোয়েব সাঈদ, রামু :: রামু উপজেলার চাকমারকুল ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি মরহুম শাহ আলম কোম্পানির স্মরণ সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
পহেলা ডিসেম্বর ২৪, রবিবার বাদে মাগরিব কলঘর বাজার চত্বরে অনুষ্ঠিত স্মরণ সভায় প্রধান অতিথি ছিলেন, কক্সবাজার জেলা আইনজীবি সমিতির সভাপতি এড. আবুল কালাম ছিদ্দিকী।
চাকমারকুল ইউনিয়ন বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক, মোস্তাক আহমদ মেম্বারের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান বক্তা ছিলেন, কক্সবাজার জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক, প্রাবন্ধিক আখতারুল আলম।
বিশেষ অতিথি ছিলেন, রামু উপজেলা বিএনপির সাবেক সভাপতি,দক্ষিণ মিঠাছড়ি ইউনিয়নের সাবেক চেয়ারম্যান সাইফুল আলম, সুদূর প্রবাস থেকে বক্তব্য রাখেন চাকমারকুল ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান, জেলা বিএনপি’র সদস্য মুফিদুল আলম, রাজারকুল ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান বিএনপি নেতা শহীদুল্লাহ সিকদার, পিএমখালি ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান শহীদুল্লাহ বি. কম।
চাকমারকুল ইউনিয়ন বিএনপি’র সাবেক সাধারণ সম্পাদক আহমদ সৈয়দ ফরমানের সঞ্চালনায় অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন, মরহুম শাহ আলম কোম্পানির বড় ছেলে চতুর্থ শ্রেণীর ছাত্র তাওসিফ, কক্সবাজার জেলা দায়রা জজ আদালতের সহকারী পাবলিক প্রসিকিউটর এডভোকেট নাসিরুদ্দিন ফুরকান, কক্সবাজার জেলা নেজাম ইসলাম পার্টির প্রচার সম্পাদক হাফেজ মোহাম্মদ আবুল মনজুর, রামু উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ফায়সাল কাদের, উপজেলা বিএনপির প্রচার সম্পাদক, আবু তালেব ছোটন,রামু উপজেলা শ্রমিক দলের সভাপতি জাহেদুল আলম, কক্সবাজার শহর শ্রমিক দলের সাবেক সভাপতি আফসার কামাল, রামু ক্যান্টনমেন্ট স্কুল এন্ড কলেজের সিনিয়র শিক্ষক আহমদ কামাল, আরফাত রহমান কোকু ক্রীড়া সংসদের রামু উপজেলা সভাপতি মনসুরুল হক, চাকমারকুল ইউনিয়ন যুবদলের সদস্য সচিব, আব্দুর রাজ্জাক, সিনিয়র যুগ্ম আহ্বায়ক মিজানুর রহমান রাশেদ,ছাত্রদল নেতা রামিম প্রমুখ।
এছাড়া উপস্থিত ছিলেন, চাকমারকুল ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি, মরহুম শাহ আলম কোম্পানির শাশুর আব্দুল আলিম মেম্বার, কক্সবাজার জেলা দায়রা জজ আদালতের এপিপি ইমতিয়াজ সিদ্দিকী শাকিব, চাকমারকুল আরাফাত রহমান কোকু ক্রীড়া সংসদের সভাপতি জয়নাল আবদিন, প্রবীণ বিএনপি নেতা ইউসুফ মেম্বার, আমিনুল ইসলাম মেম্বার, আব্দুর রহিম মেম্বার,মোহাম্মদ হোসেন মেম্বার, নুরুল ইসলাম মেম্বার, মাস্টার নজরুল ইসলাম,মাস্টার আফসার কামাল, চাকমারকুল ইউনিয়ন যুবদলের আহবায়ক নজরুল ইসলাম ছোটন,চাকমারকুল ইউনিয়ন শ্রমিক দলের সভাপতি মুফিদুল আলম, চাকমারকুল স্বেচ্ছাসেবক দলের যুগ্ন আহবায়ক কামাল উদ্দিন, সাইফুল ইসলাম, যুবদল নেতা সাইফুল ইসলাম, ছাত্রদল নেতা কামরুল হাসান সোহেল।
সভায় বক্তারা বলেন মরহুম শাহ আলম কোম্পানি আপোষহীন জননেতা ছিলেন, তিনি দুঃসময়ে চাকমারকুলের রাজনীতিকে আগলে রেখেছিলেন,সুসময়ে এসে তার কমিটি ভেঙ্গে দেওয়া উচিত হয়নি, চাকমারকুলের রাজনীতিতে তার শূন্যতা সহজে পূরণ হবার নয়। এছাড়া সকাল ৭টায় কলঘর বাজার জামে মসজিদে খতমে কুরআন ও মরহুমের আত্মার মাগফেরাত কামনায় বিশেষ মোনাজাত পরিচালনা করা হয়।
Posted ১২:৪২ পূর্বাহ্ণ | সোমবার, ০২ ডিসেম্বর ২০২৪
coxbangla.com | Chanchal Das Gupta