সোয়েব সাঈদ, রামু :: ‘মুক্তিযুদ্ধের বিজয় আমাদের অহংকার’ এ শ্লোগানে রামুতে কাল বৃহষ্পতিবার, ২৬ ডিসেম্বর থেকে শুরু হচ্ছে ৭ দিন ব্যাপী মুক্তিযুদ্ধের বিজয় উৎসব ২০২৪-২০২৫।
রামু খিজারী সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত এ উৎসব চলবে আগামী ১ জানুয়ারি পর্যন্ত।
বৃহষ্পতিবার বিকালে মুক্তিযুদ্ধের বিজয় উৎসব উদ্বোধন করবেন- শহীদ নুর মোস্তফার পিতা শফি উল্লাহ।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন- বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি কেন্দ্রীয় কমিটির মৎস্যজীবি বিষয়ক সম্পাদক ও সাবেক সংসদ সদস্য লুৎফুর রহমান কাজল।
অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন- রামু মুক্তিযুদ্ধের বিজয় উৎসব উদযাপন পরিষদের চেয়ারম্যান ও রামু উপজেলা বিএনপির আহবায়ক মোক্তার আহমদ।
উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন- রামু মুক্তিযুদ্ধের বিজয় উৎসব উদযাপন পরিষদের মহাসচিব ও রামু উপজেলা বিএনপির সদস্য সচিব আবুল বশর বাবু।
রামু মুক্তিযুদ্ধের বিজয় উৎসব উদযাপন পরিষদের মহাসচিব ও রামু উপজেলা বিএনপির সদস্য সচিব আবুল বশর বাবু জানিয়েছেন- মহান মুক্তিযুদ্ধের চেতনা সর্বত্র ছড়িয়ে দেয়ার প্রয়াসে এবার রামুতে বৃহৎ পরিসরে এ উৎসবের আয়োজন করা হয়েছে। উৎসবের সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে।
উৎসব সফলভাবে আয়োজনে উদযাপন পরিষদের নেতৃবৃন্দ নিরলসভাবে কাজ করে যাচ্ছে।
তিনি আরও জানান- উৎসবে নানান পণ্যের শতাধিক স্টল স্থান পাবে। এছাড়াও উৎসবে মুক্তিযুদ্ধের স্মৃতিচারণ, চিত্রাঙ্কন, আবৃত্তি ও সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হবে।
Posted ১১:০৮ পূর্বাহ্ণ | বুধবার, ২৫ ডিসেম্বর ২০২৪
coxbangla.com | Chanchal Das Gupta