সোয়েব সাঈদ, রামু :: রামুতে স্থানীয় জনগণের মধ্যে পারস্পরিক সম্প্রীতি বৃদ্ধির মাধ্যমে সামাজিক স্থিতিশীলতা রক্ষায় কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার, ২৯ জানুয়ারি রামু উপজেলা পরিষদের হিমছড়ি মিলনায়তনে এ কর্মশালার আয়োজন করে দুঃস্থ স্বাস্থ্য কেন্দ্র (ডিএসকে)।
কর্মশালার প্রধান অতিথির বক্তব্যে রামু উপজেলা নির্বাহী অফিসার মো. রাশেদুল ইসলাম বলেন, বলপূর্বক বাস্তুচ্যুত বিপুল সংখ্যা রোহিঙ্গা জনগোষ্ঠির কারণে স্থানীয় জনগোষ্ঠি প্রতিনিয়ত নানামুখি সমস্যায় আক্রান্ত হচ্ছে। রোহিঙ্গা প্রত্যাবাসনে সরকারের আন্তরিক প্রচেষ্টা চলছে।
পাশাপাশি এ সংকট মোকাবেলায় যে কোন দ্বন্ধ সংঘাত নিরসনে সবাইকে আন্তরিক ভূমিকা পালন করতে হবে।
এক্ষেত্রে দুঃস্থ স্বাস্থ্য কেন্দ্রের এই উদ্যোগ সামাজিক দ্বন্দ্ব নিরসন, সম্প্রীতি বৃদ্ধি এবং শান্তিপূর্ণ সহাবস্থানের লক্ষ্যে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে স্থানীয় জনগণের মধ্যে ইতিবাচক পরিবর্তন আনতে সহায়ক হবে এবং স্থিতিশীলতা অর্জনে এই স্টাডি এবং সুপারিশসমূহ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
গেস কিন্ডারনোথিল্ফ ই.ভি জার্মানি (কেএনএইচ-বিএমজেড) এর সহায়তায় এই কর্মশালায় অগ্রগতির জন্য মানুষের অংশগ্রহণমূলক অ্যাকশন গবেষণা (পারহা) এর মাধ্যমে পরিচালিত সংঘাত বিশ্লেষণ স্টাডজ এর ফলাফল এবং সুপারিশসমূহ উপস্থাপন করা হয়।
কর্মশালা সঞ্চালনায় ছিলেন টেকনিক্যাল ম্যানেজার মো. শফিকুল ইসলাম।
কর্মশালার শুরুতে সিনিয়র প্রকল্প ব্যবস্থাপক মর্তুজ আলী দুঃস্থ স্বাস্থ্য কেন্দ্রের প্রকল্পের উদ্দেশ্য এবং কার্যক্রম সম্পর্কে সংক্ষিপ্ত ধারণা প্রদান করেন।
স্টাডি সম্পর্কে বিস্তারিত উপস্থাপন করেন অগ্রগতির জন্য মানুষের অংশগ্রহণমূলক অ্যাকশন গবেষণা (পারহা) এর চেয়ারম্যান উৎপল কান্তি খিসা।
কর্মশালায় স্টাডি ফলাফল উপস্থাপনের পাশাপাশি অংশগ্রহণকারীদের সাথে একটি উন্মুক্ত আলোচনা ও প্রশ্নোত্তর পর্ব অনুষ্ঠিত হয়।
এতে অংশগ্রহণকারীরা বিভিন্ন গুরুত্বপূর্ণ মতামত ও সুপারিশ তুলে ধরেন। যা সামাজিক দ্বন্দ্ব নিরসন এবং স্থানীয় জনগণের মধ্যে সম্প্রীতি বৃদ্ধিতে সহায়ক হতে পারে।
কর্মশালায় স্থানীয় জনপ্রতিনিধি, সাংবাদিক, শিক্ষক, যুব প্রতিনিধি এবং বিভিন্ন সামাজিক সংগঠনের প্রতিনিধিরা অংশগ্রহণ করেন।
কর্মশালার সমাপ্তি অনুষ্ঠানে সিনিয়র প্রকল্প ব্যবস্থাপক মর্তুজ আলী এবং টেকনিক্যাল ম্যানেজার মো. শফিকুল ইসলাম সার্বিক কার্যক্রমের সারসংক্ষেপ প্রদান করেন।
কর্মশালাটি সুষ্ঠুভাবে আয়োজনের জন্য বিশেষ ভূমিকা পালন করেন ফাইজা সাদিয়া, মোকাররম হাসান, প্রিয়া বড়ুয়া।
এছাড়া কর্মশালায় উপস্থিত ছিলেন সিনিয়র সাইকোলজিস্ট সোয়াইব হোসেন, টেকনিক্যাল ম্যানেজার নাছিমা শাহীন, রাশেদুল হক ও যুক্তি চাকমা।
Posted ৯:১৮ অপরাহ্ণ | বুধবার, ২৯ জানুয়ারি ২০২৫
coxbangla.com | Chanchal Das Gupta