কামাল শিশির,ঈদগড়(২২ ডিসেম্বর) :: কক্সবাজার রামুতে সড়ক দূর্ঘটনায় এক মোটর বাইক মেকানিক নিহত ও ১জন আহত হয়েছেন। ২১ ডিসেম্বর সন্ধ্যা ৭টায় রামু বাইপাস সংলগ্ন এলাকায় এ দূর্ঘটনা ঘটে ।
জানা যায় ,ঐ দিন উক্ত সময়ে রামু উপজেলার চাকমারকুল ইউনিয়নের মিস্ত্রি পাড়া এলাকার মৃত নবী হেসেনের পুত্র মোটর বাইক মেকানিক মিজানুর রহমান (১৮) গ্যারেজ থেকে নিজ বাইক চালিয়ে যাওয়ার সময় সরকারী টেক্সটাইল ভোকেশনাল স্কুল সংলগ্ন এলাকায় নিয়ন্ত্রন হারিয়ে পড়ে যায় ।
এসময় সে পেটে আঘাত পায় এবং আরোহী সাত ঘরিয়া পাড়ার মো: হোসেনের ছেলে মো: ওসমান আহত হয় । তাদেরকে প্রথমে রামু হাসপাতালে পরে কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার মিজানুর রহমানকে মৃত ঘোষণা করে ।
বর্তমানে আহত ওসমানের অবস্থা আশংকামুক্ত বলে জানা গেছে । অপরদিকে মিজানের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে ।
Posted ৫:১৮ অপরাহ্ণ | শুক্রবার, ২২ ডিসেম্বর ২০১৭
coxbangla.com | Chanchal Das Gupta