গোলাম মওলা,রামু(১৫ জুলাই) :: কক্সবাজারের রামুতে হাতির আক্রমনে এবং বৈদ্যুতিক তাড়ে জড়িয়ে দুইজনের মর্মান্তিক মৃত্যূ হয়েছে। শনিবার (১৫ জুলাই) পৃথক ঘটনায় এ দুজনের মৃত্যূ হয়।
জানা যায়,শনিবার (১৫ জুলাই) সকালে রামু উপজেলার খুনিয়াপালং ইউনিয়নের থোয়াইঙ্গাকাটা এলাকার জুম্মা পাড়া এলাকায় হাতি তাড়ানোর বৈদ্যুতিক তারে জড়িয়ে মো. সোলাইমান মিস্ত্রি (৭০) নামে কৃষক মারা যায়।
নিহত মো. সোলাইমান মিস্ত্রি ওই এলাকার মৃত অলি আহমদের ছেলে। এ ঘটনায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গৃহকর্তার স্ত্রী মেহের খাতুন (৫৫) গুরুতর আহত হয়েছে।
নিহত মো. সোলাইমান মিস্ত্রি’র ছেলে ছৈয়দ আকবর জানান, শনিবার সকাল ৬টার সময় বাড়ির পাশে ধানের বীজতলায় কাজ করতে যান তার মা মেহের খাতুন। বন্য হাতির কবল থেকে রক্ষায় বীজতলায় ঘেরা দেয়া বৈদ্যুতিক তারে বিদ্যুৎ ষ্পৃষ্ট হন নিনি। অসাবধনতায় বিদ্যুতের সংযোগ বিচ্ছিন্ন না করে, বীজতলায় কাজ করতে গিয়ে এ দূর্ঘটনা ঘটে।
শনিবার বিকাল ৫টায় জুম্মাপাড়া জামে মসজিদ মাঠে মরহুমের নামাজে জানাযা শেষে, মসজিদ সংলগ্ন কবরস্থানে তাকে দাফন করা হয়।
অপরদিকে একইদিন সকালে রামু সেনানিবাসের পাশে হাতি পারাপার এলাকায় বন্য হাতির হামলায় অজ্ঞাত এক ব্যক্তির মৃত্যু হয়েছে।
জানা গেছে, শনিবার সকালে সেনাবাহিনীর সদস্যরা টহল দেয়ার সময় সেনা নিবাস এলাকার এ্যালিফ্যান্ট গেইটের পাশে এক ব্যক্তির মৃতদেহ দেখতে পায়। খবর পেয়ে পুলিশ ও বন বিভাগের কর্মকর্তারা সেখানে যান।
রাজারকুল বিট কর্মকর্তা তৌহিদুর রহমান টগর জানান, ওই ব্যক্তির শরীরে আঘাতের চিহ্ন দেখে ধারণা করা হচ্ছে হাতির হামলায় তার মৃত্যু হয়েছে। তবে তার পরিচয় পাওয়া যায়নি। মৃতদেহ রামু থানায় হস্তান্তর করা হয়েছে।
Posted ১১:১০ পূর্বাহ্ণ | রবিবার, ১৬ জুলাই ২০১৭
coxbangla.com | Chanchal Das Gupta