সোয়েব সাঈদ, রামু :: কক্সবাজারের রামুতে হাতির আক্রমনে আব্দুল হক নামে এক গ্রাম সর্দার প্রাণ হারিয়েছেন।
শনিবার, ১৪ ডিসেম্বর ভোর সাড়ে ৪ টার দিকে উপজেলার রাজারকুল ইউনিয়নের পাঞ্জেগানা সোনাইছড়ি সড়কের চিকন ছড়া নামক এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত আব্দুল (৪৮) একই ইউনিয়নের ঢালারমুখ গ্রামের মো. হোসেন মাদুর ছেলে। তিনি ঢালার মুখ নয়া পাড়া সমাজ কমিটির সভাপতি।
নিহত আব্দুল হকের ছেলে রিফাত হোসেন জানান, ভোরে বাসা থেকে বের হয়ে সোনাইছড়িতে ধান আনতে যাওয়ার পথে হাতির আক্রমনের শিকার হন তিনি।
এতে হাতির পায়ে পিষ্ট হয়ে ঘটনাস্থলেই তার বাবার মৃত্যু হয়।
রাজারকুল ইউনিয়নের চেয়ারম্যান মুফিজুর রহমান ঘটনার সত্যতা স্বীকার করে জানান, কয়েকদিন ধরে ওই এলাকায় মানুষ বন্য হাতির আতংকে আছে।
লোকালয়ে নেমে আসা হাতির পাল ঘর-বাড়ি ও জানমালের ক্ষতি করছে।
রামু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইমন কান্তি চৌধুরী জানান, নিহত ব্যক্তির মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
Posted ১২:৫৭ পূর্বাহ্ণ | রবিবার, ১৫ ডিসেম্বর ২০২৪
coxbangla.com | Chanchal Das Gupta