সোয়েব সাঈদ, রামু :: রামুতে দিনব্যাপী বিনামূল্যে দন্ত চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার, ১৭ জানুয়ারি সকাল ৯টা থেকে বিকাল ৫টা রামু ডেন্টাল কেয়ার এর উদ্যোগে এ চিকিৎসা ক্যাম্পে ২ শতাধিক রোগীকে বিনামূল্যে দন্ত চিকিৎসা প্রদান এবং ঔষধ সামগ্রী বিতরণ করা হয়।
রামু ডেন্টাল কেয়ার এর স্বত্ত্বাধিকারী জসিম উদ্দিন জানান- দিনব্যাপী এ দন্ত চিকিৎসা ক্যাম্পে- অত্যাধুনিক যন্ত্রপাতি ও কম্পিউটারের মাধ্যমে দাঁতের ক্ষয়রোগ, দাঁতের এনামেল নষ্ট, দাঁতের গোড়ায় মাংস বেঁড়ে যাওয়া প্রদান করা হয়েছে।
ঢাকা মিডফোর্ট হসপিটাল, কক্সবাজার সদর হাসপাতালের অভিজ্ঞ দন্ত চিকিৎসকরা রোগীদের চিকিৎসা সেবা প্রদান করেন।
তিনি আরও জানান- দাঁতের অসুখ মানের অসহ্য যন্ত্রনা। আর শহরে গিয়ে চিকিৎসা সেবা নেয়াটাও ব্যয়বহুল।
তাই প্রান্তিক জনগোষ্ঠিকে সহজে দন্ত চিকিৎসা প্রদান করা এ ক্যাম্পের অন্যতম উদ্দেশ্য।
অতীতেও রামু ডেন্টাল কেয়ার বিনামূল্যে দাঁতের পরীক্ষা-নিরীক্ষা এবং চিকিৎসা সেবা দিয়েছিলো। যা ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
তাছাড়া এ প্রতিষ্ঠানে সারাবছর রোগীদের কম খরচে আধুনিক যন্ত্রপাতি ও কম্পিউটার দ্বারা দন্ত চিকিৎসার সুযোগ পেয়ে থাকে।
দিনব্যাপী ক্যাম্পে রোগীদের দন্ত চিকিৎসাসেবা প্রদান করেন- ডা. মোঃ সৈকত মিলন চৌধুরী, ডা. শেখ রানা মাহমুদ আনছারী, ডা. সালমা রহমান ও ডা. মো. জসিম উদ্দিন।
Posted ১২:৪১ পূর্বাহ্ণ | রবিবার, ১৯ জানুয়ারি ২০২৫
coxbangla.com | Chanchal Das Gupta