কামাল শিশির,রামু(২০ আগষ্ট) :: কক্সবাজার জেলা ছাত্রলীগ সদস্য রামুর ফতেখাঁকুল ইউনিয়নের শ্রীকুল গ্রামের আমেরিকা প্রবাসী সৈয়দ আহমদের পুত্র হোসাইন মাহমুদ রিফাত সারাজীবণ রামুবাসীর স্মৃতিতে গাথা থাকবে ।
রামু বাসীর গৌরব এ ছাত্র নেতা জীবিত থাকতে যেমন মানুষের ভালবাসায় সিক্ত হয়েছেন তেমনি মরেও অমর হয়ে থাকবেন । যুগ যুগ ধরে রামুবাসীর অন্তরের মনি কোটায় থাকবে একটি নাম ছাত্র নেতা রিফাত ।
জেলা ব্যাপি ছাত্র রাজনীতির তুমুল পরবির্তন দেখা দিয়েছিল তার নেতৃত্বে । গৌরবজ্জোল বাংলাদেশ ছাত্রলীগের ছাত্রনীতিতে জড়িয়ে ছাত্র সমাজ সহ জেলার আপম জনসাধারণের সবারই প্রিয়মুখ ছিল রিফাত ।
চলার পথে আসহায় মানুষের পাশে দাড়িয়ে মাননীয় প্রধানমনন্ত্রী ঘোষিত ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণে সংগ্রাম চালিয়ে যাচ্ছিলেন প্রয়াত ছাত্রনেতা নেতা রিফাত । গত বৃহ¯পতিবার ভোরে আকস্মিকভাবে তার মৃত্যু হয় । এ মৃত্যু সহজেই মেনে নিতে পারছেনা রামুসহ জেলার হাজার হাজার জনতা ।
মাত্র ২৬ বছর বয়সেই তাকে প্রাণ হারাতে হল । মৃত্যুর আগে রাজনৈতিক অঙ্গন থেকে শুরু করে নানা সামাজীক কর্মকান্ডে অংশ নিয়ে নিজেকে বেশ আলোকিত করেছেন রিফাত ।
রামু ছাত্র সমাজের অহংকার রিফাত রামু উপজেলা ছাত্রলীগের সভাপতি পদে অধিষ্ট হওয়ার আগেই অকালে ঝরে গেল এ পৃথিবী থেকে । তবে তার নেতৃত্ব তাকে মৃত্যুর পরেও রামু উপজেলা ছাত্রলীগের সভাপতি পদে অধিষ্টিত করল । রামুবাসী তাকে হারিয়ে শোকাবহ ্ শোকের মাসে আরো একটি শোকাবহ দিন পালন করল শনিবার ।
রামুসহ জেলার সর্বস্তরের রাজনৈতিক নেতৃবৃন্দ ও সাধারণ জনগণ ছাতনেতা রিফাতকে চির বিদায় দিতে গিয়ে অনেকেই নিজেকে ধরে রাখতে পারেনি । কেন জানি মনে হয়েছে রিফাতের ভালবাসায় সবাই হারিয়ে গেছে । দেশব্যাপি তার মৃত্যুর খবর ছড়িয়ে পড়েছে ।
১৯আগষ্ট শনিবার রামু খিজারি আদর্শ উচ্চ বিদ্যালয় মাঠে মরহুম রিফাতের জানাযা অনুষ্ঠিত হয় । তার মৃত্যুর খবরে ফেইসবুকে খুবই মর্মাহত হতে দেখা গেছে পরিচিত জনদেরকে । পাশাপাশি বাস্তবতায়ও সবাই মানসিক ভাবে ভেঙ্গে পড়েছে তার মৃত্যুতে । কোন ভাবেই মেনে নিতে পারনছেনা তার মৃত্যুকে ।
সমালোচনার উর্ধ্বে থাকা সদা হাস্যজ্জোল রিফাতকে কোন অপবাধই স্পর্স করতে পারেনি । সব সময় নিজেকে বিলিয়ে দিয়েছেন অন্যের মাঝে সে রিফাত আর আমাদের মাঝে নেই এ কথা ভাবতে কান্না পাচ্ছে আজ । তার জানাযায় শোকার্ত মানুষের ঢল নেমেছে ।
জানাযায় অংশ নেন ,রামু-কক্সবাজার আসনের সংসদ সদস্য সাইমুম সরওয়ার কমল ,কক্সবাজার জেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক মুজিবুর রহমান চেয়ারম্যান, রামু উপজেলা আওয়ামীলীগ সভাপতি সোহেল সরওয়ার কাজল, রামু উপজেলা পরিষদ চেয়ারম্যান ও যুবলীগ সভাপতি রিয়াজ উল আলম, জেলা ছাত্রলীগ সভাপতি ইশতিয়াক আহমেদ জয়,সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত)মোরশেদ হোসাইন তানিম ও চাচা সাব্বির আহমদ,জেলা ও উপজেলা আওয়ামীলীগ,অঙ্গসংগঠন,বিভিন্ন রাজিৈনতক দলের এবং বিভিন্ন পেশাজীবি সংগঠনের নেতৃবৃন্দসহ সর্বস্তরের জন সাধারণ ।
রিফাতকে রামুর মন্ডল পাড়া মাইমুন আলী মসজিদ সংলগ্ন কবরস্থানে দাপন করা হয় ।
Posted ৫:১৫ অপরাহ্ণ | রবিবার, ২০ আগস্ট ২০১৭
coxbangla.com | Chanchal Das Gupta