খালেদ হোসেন টাপু,রামু(৮ আগষ্ট) :: কক্সবাজারের রামুর জোয়ারিয়ানালার চাঞ্চল্যকর হত্যা মামলায় আবুল মনছুর (২৮) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার বিকেলে জোয়ারিয়ানালা মাদ্রাসা বাজার থেকে তাকে গ্রেফতার করা হয়। সে জোয়ারিয়ানালা ইউনিয়নের নন্দাখালী বড়পাড়ার মৃত সুলতান আহমদের ছেলে। এদিকে মঙ্গলবার আটক আবুল মনছুরকে বিজ্ঞ আদালতে প্রেরন করেন পুলিশ।
এ বিষয়ে মামলার তদন্তকারী কর্মকর্তা রামু থানার এসআই রাশেদ আলম খান জানান, আটক পোল্ট্রি খামারী আবুল মনছুর আর নিহত রশিদ মিয়ার শ্বশুর বাড়ি পাশাপাশি। সে সুবাদে দীর্ঘদিন ধরে আটক আবুল মনছুরের সাথে নিহত রশিদ মিয়ার স্ত্রী মামলার অন্যতম আসামী সাবেকুন্নাহারের পরকীয়া প্রেমের সম্পর্ক ছিল বলে তদন্তে বেরিয়ে আসে এবং যুবক রশিদ মিয়া হত্যাকা-ে সে জড়িত।
উল্লেখ্য, গত ২৫মে পিটিয়ে যুবক রশিদ মিয়াকে হত্যা করে। পরে পুলিশ শ্বশুর বাড়ি থেকে রশিদ মিয়ার লাশ উদ্ধার করে। এ ঘটনায় নিহত রশিদ মিয়ার ভাই খোরশেদ মিয়া বাদী হয়ে ১৩ জনকে আসামী করে হত্যা মামলা দায়ের করেন। যার মামলা নং ৩৩। এ ঘটনায় পুলিশ হত্যা মামলার মূলহোতা শ্বাশুরী আয়েশা বেগম ও স্ত্রী সাবেকুন্নাহারকে গ্রেফতার করে।
Posted ১১:৪৩ অপরাহ্ণ | মঙ্গলবার, ০৮ আগস্ট ২০১৭
coxbangla.com | Chanchal Das Gupta