হাবিবুর রহমান সোহেল,নাইক্ষ্যংছড়ি(৬ জানুয়ারী) :: রামু উপজেলার কচ্ছপিয়া ইউনিয়নের দৌছড়ি খালের উপর ৭৮ মিটারে প্রস্তাবিত ব্রীজ দু বছরেও কোন অগ্রগতি হয়নি। আরসিসি ব্রীজটির ভিত্তিপ্রস্তর স্তাপন করা হয় ২০১৫ সালের জুনের ১৩ তারিখে।
অংশ বিশেষ কাজ হওয়ার পর কি কারনে দীর্ঘ সময় কোন অগ্রগতি ছাড়া নাজুক অবস্থায় পড়ে আছে ? এতদঞ্চলের মানুষগুলো কখন এই দুর্দশা থেকে মুক্তি পাবে আশায় বুক বেধে আছে।
ব্রীজটির কারনে প্রতি দিন ২০ হাজারেরও বেশী মানুষ নদী পার হয়ে জীবনের ঝুকি নিয়ে আসা যাওয়া করতে হয়। যার কারনে দৌছড়ি উত্তর কুল ও কচ্ছপিয়া এলেকার ৫ হাজারেরও বেশী শিক্ষার্থী ওই দৌছড়ি খালটি পার হয়ে ভিজা কাপড়ে ক্লাস করতে হয় বলে অভিযোগ করেন বেশির ভাগ শিক্ষার্থী।
ওই এলেকার বর্তমান মেম্বার জয়নাল আবেদীন জানান, বর্তমান সরকার ক্ষমতায় আসলে রামু ককসবাজারের সংসদ সদস্য আলহাজ সাইমন সরোয়ার কমল ব্রীজটির ভিক্তিপস্তর স্তাপন করলেও রহস্যজনক কারনে আর কোন কাজ হয়নি। এলেকার সচেতন মহল অবিলম্বে ব্রীজটির বাকি কাজ করার দাবী জানিয়েছেন।
এই ব্যাপারে কথা বলতে সংসদ সাইমন সরোয়ার কমলের সাথে যোগাযোগের চেষ্টা করেও মোবাইলে পাওয়া যায়নি।এলাকার সর্বস্তরের জনগণ এই বিষয়ে জন প্রতিনিধি ও সংশ্লিষ্ট প্রশাসনের হস্তপে কামনা করেছেন।