মোঃ জয়নাল আবেদীন টুক্কু,নাইক্ষ্যংছড়ি(২৩ ডিসেম্বর) :: রামু উপজেলার গর্জনিয়া ইউনিয়নে বন্য হাতির আক্রমনে এক বৃদ্ধা নিহত হয়েছে।
২৩ ডিসেম্বর (শনিবার) গভীর রাতে ইউনিয়নের পূৃর্ব থিমছড়ি নতুন পাড়া এলাকায় এ ঘটনা ঘটে। নিহত বৃদ্ধা ঐ গ্রামের মৃত মোঃ কালু স্ত্রী গোল সোনা খাতুন (৭০)
স্থানীয় মেম্বার কবির আহম্মদ জানান, রাতে প্রকৃতির ডাকে বের হলে বাড়ীর পার্শ্বে উঠানে একটি বন্য হাতি এসে মহিলাটিকে ধরে পায়ে চাপ দিলে তিনি ঘটনা স্থলে গুরুতর আহত হন। এ সময় মহিলার আত্মচিৎকারে প্রথমে বাড়ির লোকজন বের হয়।
এরপরে এলাকাবাসী এসে হাতিটিকে তাড়া করে দেখতে পায় মহিলাটি হাতির পায়ে পৃষ্ঠ হয়ে আহত হয়। পরে চিকিৎসার জন্য আনার সময় তিনি মারা যান।
এ বিষয়ে জানতে চাইলে গর্জনিয়া পুলিশ ফাঁড়ীর ইনচার্জ (ওসি) কাজি আরিফ উদ্দিন ঘটনার সত্যতা স্বীকার করেন।
অপরদিকে রামুর বাঁকখালী রেঞ্জ কর্মকতা তাওহিদ এলাহীর কাছ থেকে জানতে চাইলে তিনি বিষয়টি শুনেছেন বলে সাংবাদিকদের জানান।
এদিকে বৃদ্ধা গোল সোনা খাতুনের মৃত্যুতে পরিবারে নেমে আসে শোকের ছায়া।
Posted ৪:০০ অপরাহ্ণ | শনিবার, ২৩ ডিসেম্বর ২০১৭
coxbangla.com | Chanchal Das Gupta