কামাল শিশির,রামু(১৭ আগস্ট) :: কক্সবাজারের রামুর ছাত্রসমাজের অহংকার, জেলা ছাত্রলীগের সদস্য, রামু কলেজ ছাত্রলীগের সাবেক সভাপতি, সৎ, যোগ্য, পরিচ্ছন্ন ও জনপ্রিয় মেধাবী ছাত্রলীগ নেতা হোসাইন মোহাম্মদ রিফাত (২৬) হৃদরোগে আক্রান্ত রোগে হয়ে বৃহস্পতিবার (১৭ আগস্ট) ভোর চারটার দিকে দক্ষিণ শ্রীকুল নিজ বাসায় অকালে ইন্তেকাল করেছেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। সে ফতেখাঁরকুল ইউনিয়নের শ্রীকূল গ্রামের বাসিন্দা আমেরিকান সৈয়দ আহমদের ছেলে।
তিনি-বাবা-মাসহ আতœীয়স্বজন, বন্ধু-বান্ধব, ছোট ভাই-বোন, বড় ভাই-বোন, সহপাঠী-সহকর্মীসহ অনেক গুনগ্রাহী দুনিয়াতে রেখে গেছেন। তার এই অকাল মৃত্যুতে পুরো এলাকা জুড়ে নেমে এসেছে শোকের মাতম। এছাড়া ফেসবুক, টুইটার অনলাইনে এখন শুধু ছাত্রলীগ নেতা রিফাতের মৃত্যুর খবর আর খবর। কোনভাবেই মানতে পারছেন না যেন কেহই তার অকালে এভাবে না ফেরার দেশে চলে যাওয়াটা।
স্বৈরাচার আন্দোলনের তুখোড় ছাত্রনেতা রিফাতের চাচা সাব্বির আহমদ জানান, বৃহস্পতিবার (১৭ আগস্ট) ভোর ৪ টার দিকে রামুর ফতেখাঁরকুল ইউনিয়নের শ্রীকূল গ্রামের নিজ বাড়িতে ঘুম থেকে জেগে হঠাৎ বমি করেন রিফাত।
তাকে মুমূর্ষূ অবস্থায় এম্বুলেন্স যোগে কক্সবাজার আল ফুয়াদ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার হার্ট ষ্ট্রোকে তার মৃত্যু হয়েছে বলে নিশ্চিত করেন। রিফাতের বাবা সৈয়দ আহমদ, মা খতিজা বেগম ও ছোট ভাই হাসান মাহমুদ আরফাত তিনজনই আমেরিকায় অবস্থান করছেন।
তিনি আরো জানান, ছেলে রিফাতের মৃত্যুর খবর শুনে তার মা আমেরিকা থেকে দেশের উদ্দেশ্যে রওনা দিয়েছেন এবং আগামী শনিবার বিকেল সাড়ে ৫ টায় রামু হাইস্কুল স্টেডিয়ামে রিফাতের জানাযা অনুষ্ঠিত হবে। টানা ৩ দিন রিফাতের লাশবাহী এম্বুলেন্সে রাখা হবে। যাতে দলীয় নেতাকর্মী, শুভাকাঙ্খী, বন্ধু-বান্ধব, আত্মীয়-স্বজন দেখতে পারেন।
বৃহস্পতিবার সকাল থেকে ছাত্রলীগ নেতা রিফাতকে এক নজর দেখতে রামু কক্সবাজার শহরসহ বিভিন্ন এলাকা থেকে দলীয় নেতাকর্মী, জনপ্রতিনিধি, ব্যবসায়ী, আলেম-ওলামা, সামাজিক-সাংস্কৃতিক ক্রীড়া সংগঠনের নেতৃবৃন্দ তার বাসভবনে ছুটে যান। সেখানে এক হৃদয় বিদারক দৃশ্যের সৃষ্টি হয়। সকালে খবর পেয়ে সাংসদ সাইমুম সরওয়ার কমল, উপজেলা চেয়ারম্যান রিয়াজ উল আলম, জেলা ছাত্রলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক তানিম হোসাইনসহ দলীয় নেতাকর্মীরা দ্রুত রিফাতকে দেখতে যান।
এদিকে ছাত্রলীগ নেতা রিফাতের অকাল মৃত্যুতে তার পরিবারকে সমবেদনা জানিয়ে ও তার বিদায়ী আতœার মাগফেরাত কামনা করে গভীর ভাবে শোক প্রকাশ করেছেন রামু কক্সবাজার সাংসদ সাইমুম সরওয়ার কমল, রামু উপজেলা চেয়ারম্যান রিয়াজ উল আলম, রামুর প্রবীণ আওয়ামীলীগ নেতা বীর মুক্তিযোদ্ধা রশিদ আহমদ বিএ, জেলা আওয়ামীলীগের সহ সভাপতি জাফর আলম চৌধুরী, মহিলা সম্পাদক মুসরাত জাহান মুন্নি, জেলা পরিষদ চেয়ারম্যান আওয়ামীলীগ নেতা শামসুল আলম, নুরুল হক কোম্পানী, আওয়ামীলীগ নেতা মাষ্টার ফরিদ আহমদ ও নুরুল হক, ফতেখাঁরকুল চেয়ারম্যান ফরিদুল আলম, গর্জনিয়া চেয়ারম্যান সৈয়দ নজরুল ইসলাম, ফতেখাঁরকুলের সাবেক চেয়ারম্যান সিরাজুল ইসলাম ভূট্টো, আওয়ামীলীগ নেতা মাষ্টার ফরিদ আহমদ, জহির উদ্দিন কাজল, নুরুল হক, মাসুদুর রহমান মাসুদ, হাজী সাহেদ সরওয়ার, সৈয়দ মোহাম্মদ আবদুর শুক্কুর, উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক শেখ জুনায়েদ বিপ্লব,
জেলা ছাত্রলীগের সভাপতি ইশতিয়াক আহমেদ জয় ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোরশেদ হোসাইন তানিম, স্বেচ্ছাসেবকলীগের সভাপতি এড. মোজাফ্ফর আহমদ হেলালী, সাধারণ সম্পাদক তপন মল্লিক, যুবলীগ সাধারণ সম্পাদক নীতিশ বড়–য়া, যুবলীগ সাংগঠনিক সম্পাদক কামরুজ্জামান ভুট্টো, যুবলীগ নেতা নবীউল হক আরকান, সাবেক ছাত্রলীগ নেতা আমজাদ আলী খান, মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড রামু উপজেলা শাখার আহ্বায়ক আনছারুল হক ভূট্টো, সদস্য সচিব সাংবাদিক খালেদ হোসেন টাপু, কৃষকলীগের সভাপতি সালাহ উদ্দিন, সাধারণ সম্পাদক মিজানুর রহমান, এমপি কমলের ব্যক্তিগত সহকারি আবু বক্কর ছিদ্দিক, সৈনিকলীগের সভাপতি মিজানুল হক রাজা, সাধারণ সম্পাদক রাসেদুল হক বাবু, তাঁতীলীগের সভাপতি নুরুল আলম জিকু, সাধারণ সম্পাদক মোস্তাক আহমদ, শ্রমিকলীগের আহ্বায়ক শফিকুল আলম কাজল, যুগ্ম আহ্বায়ক সাহাব উদ্দিন, স্বেচ্ছাসেবকলীগ নেতা আজিজুল হক আজিজ, ছাত্রলীগ নেতা সাদ্দাম হোসেন, যুবলীগ নেতা ইছহাক চৌধুরী পাখী, উপজেলা সৈনিক লীগের সাংগঠনিক সম্পাদক মোঃ ফরহাদ, স্বেচ্ছাসেবকলীগ নেতা মোঃ নাছির, সৈনিকলীগ নেতা মোঃ ইউনুচ, বঙ্গবন্ধু ছাত্র পরিষদের সভাপতি মোঃ ইয়াছিনসহ আওয়ামীলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবকলীগ, ছাত্রলীগ, বঙ্গবন্ধু সৈনিক লীগ, শ্রমিক লীগ, কৃষক লীগ, তাঁতীলীগ, বঙ্গবন্ধু ছাত্র পরিষদ, কচ্ছপিয়া ও গর্জনিয়া যুবলীগ, রামু উপজেলা পরিবহন মটর শ্রমিক ঐক্য পরিষদ, রামু উপজেলা মুক্তিযুদ্ধ প্রজন্মলীগ, রামু উপজেলা জাতীয় শ্রমিকলীগ বাস-মিনিবাস ও কোচ, মাইক্রোবাস, জাতীয় শ্রমিকলীগ টমটম (ইজিবাইক) ও রিক্সা, কচ্ছপিয়া জাতীয় শ্রমিকলীগ, জাতীয় শ্রমিকলীগ সিএনজি, অটোরিক্সা, মাহিন্দ্রা, জাতীয় শ্রমিকলীগ পেইন্টার, রশিদ নগর জাতীয় শ্রমিকলীগ, ঈদগড় জাতীয় শ্রমিকলীগ, জোয়ারিয়ানালা জাতীয় শ্রমিকলীগের নেতৃবৃন্দ।
বিবৃতিতে নেতাকর্মীরা মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান এবং ছাত্রলীগ নেতা রিফাতের অকাল মৃত্যুতে রামু উপজেলা ছাত্রলীগ এক উদীয়মান ছাত্রনেতা কে হারালো।
কেন্দ্রীয় ছাত্রলীগের শোক প্রকাশ
—————————-
কক্সবাজার জেলা ছাত্রলীগের সদস্য ও রামুর ত্যাগী ছাত্রলীগ নেতা হোসাইন মাহমুদ রিফাতের চিরবিদায়ে- গভীর শোক প্রকাশ করেছেন, বাংলাদেশ ছাত্রলীগের সভাপতি সাইফুর রহমান সোহাগ ও সাধারণ সম্পাদক এস এম জাকির হোসাইন।
বৃহস্পতিবার (১৭ আগস্ট) সন্ধ্যায় কেন্দ্রীয় ছাত্রলীগের দপ্তর সম্পাদক মো.দেলোয়ার হোসেন শাহজাদা স্বাক্ষরিত এক শোক বার্তায়- তাঁরা শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর শোক ও সববেদনা প্রকাশ করেছেন।
জেলা ছাত্রলীগের শোক
————————-
বাংলাদেশ ছাত্রলীগ, কক্সবাজার জেলা শাখার সদস্য হোসাইন মোহাম্মদ রিফাতের অকাল মৃত্যুতে আমরা কক্সবাজার জেলা ছাত্রলীগ পরিবার গভীরভাবে শোকাহত। তার শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর শোক ও সমবেদনা প্রকাশ করেছেন কক্সবাজার জেলা ছাত্রলীগের সভাপতি ইশতিয়াক আহমেদ জয় এবং সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) মোরশেদ হোসাইন তানিম।
Posted ১:১৪ পূর্বাহ্ণ | শুক্রবার, ১৮ আগস্ট ২০১৭
coxbangla.com | Chanchal Das Gupta