মাঈনুদ্দিন খালেদ,নাইক্ষ্যংছড়ি(৯ আগষ্ট) :: রামু উপজেলার অতি গুরুত্বপূর্ণ কচ্ছপিয়া ইউনিয়ন পরিষদ ভবন-দৌছড়ি সড়কের কার্পেটিং করা রাস্তাটি দৌছড়ি খালে বিলিন হয়ে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যাওয়ায় বড় দূ:চিন্তায় ইউনিয়নের চেয়ারম্যান আব ুমো: ইসমাঈল নোমান ।
এ সড়কটি খালে বিলিন হওয়ার আগ থেকেই তিনি নানাভাবে এ সড়কটি রক্ষার চেষ্টা করেন পরিষদের বাজেট দিয়ে। এর পর সড়কটির রক্ষার জন্যে চেয়ারম্যানের শত চেষ্টাকে ঘূর্ণিঝড় মোরা ও দু’দফা পাহাড়ি ঢল বার বার আঘাত হানে। এতে ক্ষত-বিক্ষত হয়ে পড়ে সড়কের এ অংশটি।
নাছোড় বান্দা চেয়ারম্যান নোমান এর পরেও দৌছড়ি খালের এ ভাংগন রোধ বন্ধ বা পূন: নির্মান করতে মনোবল হারাননি। শুরু করেন কৌশলী তৎপরতা ও নানাভাবে আকুতিঁঁ। তিনি চেষ্টা করতে এবার ধর্ণা দেন রামু উপজেলা চেয়ারম্যান রিয়াজুল আলম কে নিয়ে এলাকার এমপি উন্নয়নের প্রতীক আলহাজ্ব সাইমুম সরওয়ার কমলের কাছে এবং ভাংগন রোধের জরুরী ব্যবস্থা নিতে কৌশল নির্ধারনে ও বাজেট প্রদানে । শেষাবধি তিনি সফল হতেও চলেছেন এ কাজে।
চেয়ারম্যান নোমান এ প্রতিবেদককে জানান, কচ্ছপিয়া ইউনিয়নে অনেক এলাকা অবহেলিত রয়েছে দীর্ঘ দিন। তন্মধ্যে দৌছড়ি গ্রাম একটি। বর্তমানে এ গ্রামের প্রধান সমস্যা দৌছড়ি খালের ভাংগন আর দৌছড়ি দক্ষিনকূল গ্রাম আর নারিকেল বাগান বাজারটি এ খালের ভাংগন থেকে রক্ষা। কিন্তু নীতিগত কারণে এ কাজটি মূহুর্তের মধ্যে করা সম্ভব হয়নি। তবে অতি কম সময়েই হবে ইনশাল্লাহ।
তিনি আরো জানান, সড়কটি মিয়ানমার সীমান্ত যাতায়াতের একমাত্র মাধ্যম। সব কিছু চিন্তা করেই সুদিন থেকে এই খালের ভাংগনটি রক্ষার চেষ্টা চালান তিনি। এভাবে দৌছড়ি খালের এ অংশে চলতি বর্ষা মৌসুমের পাহাড়ি ঢলের ধাক্কায় সড়কটি ভাংগনের কবলে পড়লেই তিনি ছুটে যান জেলা -উপজেলায়। এমন কী ঢাকাতেও গেছেন এ বিষয়ে।
তিনি বলেন, রামু-ককসবাজারের মাটি ও মানুষের নেতা এমপি কমল সাহেব ও উপজেলা চেয়ারম্যান রিয়াজুল আলমের কাছে কৃতজ্ঞ তিনি। তারা এক মূহূর্তের জন্যেও অবহেলা করেন নি এ সড়কের বিষয়ে এবং সার্বক্ষণিক খোঁজ খবর নিচ্ছেন সড়কটির অবস্থা জানতে। আর ওনাদের কাছে থাকা অধিকাংশ বাজেট বা সুবিধা এখানকার জন্যে তারা বরাদ্ধও দিয়ে দিয়েছেন উজাড় করে। তার আকুতি- দল-মত, জেলা -উপজেলা হিসেবে চিহ্নিত না করে এ ভাংগনটি রোধ করতে সকলের সহযোগিতা চান তিনি।
রামু উপজেলা এলজিইডি প্রকৌশলী মো: জাকের হাসান জানান, চেয়ারম্যান নোমান উন্নয়নের জন্যে নাছোড় বান্দা।
আমাদের এমপি ও উপজেলা চেয়ারম্যান বা প্রশাসনের কাছে যেভাবে ধর্ণা দিচ্ছেন তিনি- এ কাজ দ্রুত গতিতে হবে আশা করা যায়। এরই অংশ হিসেবে গতকাল বুধবার ও দৌছড়ি খালের ভাংগন রোধে সূদুর ঢাকা থেকে সার্ভে টিম এসেছে এখানে। ইব্রাহিম শেখ ও কাউসার নামের দু’জন অভিজ্ঞ সার্ভেয়ার দৌছড়ি খালের ভাংগন রোধ ও টিকসই সড়ক নির্মানে তারা এলাকাটি মাপ-ঝোপ করেছেন। এবার কাজ শুরু করতে পথ সুগম হবে।
স্থানীয় মেম্বার জয়নাল আবেদীন জানান, সাভের্য়ারদের নিয়ে কচ্ছপিয়ার চেয়ারম্যান আবু মো: ইসমাঈল নোমান দৌছড়ি ভাংগন এলাকা এসে সব কিছু পরিকল্পনা করে গেছেন গতকাল সারাদিন। এর আগেও তিনি বড়বড় কয়েকটি বল্লি বাধঁ নির্মানের মাধ্যমে দৌছড়ি খালের ভাংগনের গতি কিছুটা রোধ করেছেন। এ ধরনের কাজে তার মতো চেয়ারম্যান প্রয়োজন ছিলো।
Posted ১০:৪৭ অপরাহ্ণ | বুধবার, ০৯ আগস্ট ২০১৭
coxbangla.com | Chanchal Das Gupta