সোয়েব সাঈদ, রামু :: বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি রামু উপজেলা শাখার সাবেক সহ সভাপতি ও চাকমারকুল ইউনিয়ন বিএনপির সভাপতি শাহ আলম কোম্পানীর কবর জিয়ারত করেছেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির মৎস্যজীবি বিষয়ক সম্পাদক ও সাবেক সংসদ সদস্য আলহাজ্ব লুৎফুর রহমান কাজল।
মঙ্গলবার, ১০ ডিসেম্বর সকাল এগারটায় বিপুলসংখ্যক দলীয় নেতাকর্মী নিয়ে চাকমারকুল ইউনিয়নের জারাইলতলী এলাকায় যান।
সেখানে পৌঁছেই সাবেক সংসদ সদস্য আলহাজ্ব লুৎফুর রহমান কাজল রামু উপজেলা বিএনপির সাবেক সহ সভাপতি ও চাকমারকুল ইউনিয়ন বিএনপির সভাপতি শাহ আলম কোম্পানীর কবর জিয়ারত।
কবর জেয়ারত শেষ শাহ আলম কোম্পানির আত্মার মাগফেরাত কামনায় মোনাজাত করা হয়।
পরে লুৎফুর রহমান কাজল মরহুম নেতা শাহ আলমের বাড়িতে গিয়ে কিছুক্ষণ অবস্থান করেন এবং পরিবারের সদস্যদের সাথে কথা বলে সার্বিক খোঁজ খবর নেন।
এ সময় রামু উপজেলা বিএনপি সভাপতি মোক্তার আহমদ, সাধারণ সম্পাদক আবুল বশর বাবুসহ উপজেলা ও ইউনিয়ন বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবকদলের বিপুলসংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।
লুৎফুর রহমান কাজল সাংবাদিকদের উদ্দেশ্যে বলেন- বিএনপি নেতা মরহুম শাহ আলম কোম্পানী একজন ত্যাগী রাজনীতিক ছিলেন। রামু উপজেলায় বিএনপি পরিবারকে সংগঠিত ও শক্তিশালী করার পেছনে তাঁর অনেক অবদান রয়েছে। তাঁর সবচেয়ে বড় গুণ ছিলো তিনি কখনো কারো সাথে বিবাদে ঝড়াতেন না।
এছাড়া শাহ আলম কোম্পানী একজন দক্ষ সংগঠক, পরোকারি, বিনয়ী ব্যক্তি ছিলেন। বিএনপি পরিবার তাঁর অবদান আজীবন স্মরণ করবে।
উল্লেখ্য শাহ আলম কোম্পানী গত ৮ নভেম্বর ৫০ বছর বয়সে ইন্তেকাল করেন। রাজনৈতিক জীবনে তিনি রামু উপজেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক, পরবর্তীতে উপজেলা বিএনপির সহ সভাপতি এবং চাকমারকুল ইউনিয়ন বিএনপির সভাপতি ছিলেন।
Posted ৪:৫০ অপরাহ্ণ | মঙ্গলবার, ১০ ডিসেম্বর ২০২৪
coxbangla.com | Chanchal Das Gupta