সোয়েব সাঈদ, রামু :: ঢাকাস্থ রামু সমিতির সাবেক উপদেষ্টা, বিশিষ্ট শিল্পপতি ও সমাজসেবক রমিজ আহমদ শনিবার, ৭ ডিসেম্বর বিকাল সাড়ে তিনটায় ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
তিনি দীর্ঘদিন ধরে ডায়াবেটিস, হৃদরোগ এবং মস্তিষ্কে রক্তক্ষরণের জটিলতায় ভুগছিলেন।
৮ ডিসেম্বর রবিবার বাদ জোহর রামু কেন্দ্রীয় জামে মসজিদে মরহুমের নামাজে জানাজা অনুষ্ঠিত হবে।
রমিজ আহমদ রামু কলেজের অন্যতম উদ্যোক্তা ও প্রতিষ্ঠাতা দাতা সদস্য ছিলেন। পাশাপাশি, ঢাকাস্থ “সাজু আর্ট গ্যালারি”-এর স্বত্বাধিকারী হিসেবে দেশের চিত্রশিল্পের বিকাশে অসামান্য অবদান রেখেছেন। তিনি চিত্রশিল্পী না হয়েও শিল্পের প্রসারে নিজের জীবন উৎসর্গ করেছিলেন।
শিল্পাচার্য জয়নুল আবেদীন, কামরুল হাসান, এস এম সুলতান, এবং মোহাম্মদ কিবরিয়ার মতো বিশিষ্ট শিল্পীদের সঙ্গে তাঁর ঘনিষ্ঠ সম্পর্ক ছিল।
তাঁর প্রতিষ্ঠিত “সাজু আর্টস অ্যান্ড ক্রাফটস” নবীন ও প্রবীণ চিত্রশিল্পীদের মেলবন্ধনের একটি শক্তিশালী মাধ্যম হয়ে উঠেছিল।
এই প্রতিষ্ঠান চিত্রশিল্পের বিকাশে এবং জনসচেতনতা সৃষ্টিতে অগ্রণী ভূমিকা পালন করেছে। তাঁর অনন্য অবদান বাংলাদেশের চিত্রশিল্পের ইতিহাসে চিরস্মরণীয় হয়ে থাকবে।
মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেছেন ঢাকাস্থ রামু সমিতির নেতৃবৃন্দ।
এছাড়াও শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানানো হয়েছে।
Posted ১২:৪০ পূর্বাহ্ণ | রবিবার, ০৮ ডিসেম্বর ২০২৪
coxbangla.com | Chanchal Das Gupta