কক্সবাংলা রিপোর্ট :: কক্সবাজারের রামুতে ৩০ বিজিবির মাদকবিরোধী অভিযানে ১ কেজি ২৫ গ্রাম ক্রিস্টাল মেথ আইস সহ এক ব্যক্তিকে আটক করা হয়েছে।
আটককৃত ব্যক্তি হলেন,রামু উপজেলার ধোয়াপালং এলাকার সিরাজুল হকের পুত্র সাইফুল ইসলাম (২০)।
বিষয়টি নিশ্চিত করেছেন রামু ব্যাটালিয়ন (৩০ বিজিবি অধিনায়ক লেঃ কর্নেল সৈয়দ ওয়াহিদুজ্জামান তানজিদ।
বিজিবি সূত্র জানায়, ২ নভেম্বর গোয়েন্দা তথ্যের ভিত্তিতে রামু ব্যাটালিয়ন (৩০ বিজিবি) এর অধীনস্থ মরিচ্যা যৌথ চেকপোষ্টে বিকাল সাড়ে ৪টায় তল্লাশীকালে উখিয়া হতে কক্সবাজারগামী একটি সন্দেহজনক ইজিবাইক থামানো হয়।
এসময় যাত্রী সাইফুল ইসলাম (২০)কে সন্দেহ করা হলে তাঁর কাছে অবৈধ কোন মালামাল আছে কি না জিজ্ঞাসা করলে সে অস্বীকার করে।
পরবর্তীতে পুঙ্খানুপুঙ্খভাবে তল্লাশী করে তাঁর হাতে থাকা শপিং ব্যাগের ভিতর বিশেষভাবে লুকায়িত অবস্থায় ১ কেজি ২৫ গ্রাম ক্রিস্টাল মেথ আইস উদ্ধার করা হয়।
আটককৃত আসামীকে ক্রিস্টাল মেথ আইস এবং অন্যান্য মালামালসহ নিয়মিত মামলার মাধ্যমে রামু থানায় হস্তান্তরের কার্যক্রম চলমান রয়েছে।
Posted ২:১১ পূর্বাহ্ণ | রবিবার, ০৩ নভেম্বর ২০২৪
coxbangla.com | Chanchal Das Gupta