সোয়েব সাঈদ,রামু(২৭ মে) :: রামু খিজারী আদর্শ উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক সৈয়দ আহমদ এর নামাজে জানাযা শনিবার (২৭ মে) সকাল ১০টায় রামু খিজারী আদর্শ উচ্চ বিদ্যালয় স্টেডিয়ামে সম্পন্ন হয়েছে। নামাজে জানাযা শেষে পশ্চিম মেরংলোয়াস্থ পারিবারিক কবরস্থানে তাঁকে দাফন করা হয়। জানাযায় ইমামতি করেন মরহুমের মামাতো ভাই জোয়ারিয়ানালা এমদাদুল উলুম মাদরাসার মুহাদ্দিস হাফেজ মাওলানা আবদুল হক।
নামাজে জানাযাপূর্ব সংক্ষিপ্ত সমাবেশে দোয়া ও মাগফেরাত কামনা করে বক্তব্য রাখেন, রামু বিশ্ববিদ্যালয় কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ আবদুল হক, পানিরছড়া এসএইচডি মডেল হাই স্কুলের প্রধান শিক্ষক মো. আবদুল হালিম, রামু খিজারী আদর্শ উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মুফিজুল ইসলাম, সহকারি প্রধান শিক্ষক মোহাম্মদ শহীদুল্লাহ, সিনিয়র শিক্ষক মাওলানা বখতেয়ার আহমদ, মরহুমের ছাত্র জারাইলতলী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক হোসাইনুল ইসলাম মাতবর, মেরংলোয়া রহমানিয়া ইসলামীয়া আলিম মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মোহাম্মদ রফিক, উম্মে হাবিবা (রা:) বালিকা দাখিল মাদ্রাসার ভারপ্রাপ্ত সুপার আ হ ম নুরুল কবির হিলালী, কক্সবাজার হাশেমিয়া আলিয়া মাদ্রাসার সাবেক শিক্ষক মাওলানা আকতার হোসেন, ভগ্নিপতি মাওলানা আবদুস ছালাম কুদছি, সাংসদ সাইমুম সরওয়ার কমলের ব্যক্তিগত সচিব আবু বক্কর ছিদ্দিক ও মরহুমের বড় ছেলে সোহরাব হোসেন।
বক্তারা বলেন, সৈয়দ আহমদ স্যার ছিলেন শিক্ষক সমাজের অহংকার। তিনি বিদ্যালয়ের উন্নয়ন, শিক্ষার মান বৃদ্ধি, ব্যবসা, সমাজ সেবামূলক কর্মকান্ডে নিজেকে নিবেদিত রেখেছিলেন। মৃত্যুর আগপর্যন্তও তিনি শিক্ষকতা পেশাকে ভালোবেসে দায়িত্ব পালন করে গেছেন। নিবেদিতপ্রাণ এ শিক্ষকের ইন্তেকালে রামুবাসী একজন আদর্শ ও ত্যাগী শিক্ষককে হারালো। সৈয়দ আহমদ স্যার আজীবন মানুষের হৃদয়ে স্মরণীয় হয়ে থাকবেন।
সর্বজন শ্রদ্ধেয় শিক্ষক সৈয়দ আহমদ ১৯৭১ সালে রামু খিজারী আদর্শ উচ্চ বিদ্যালয়ে শিক্ষকতা শুরু করেন। পরে তিনি জোয়ারিয়ানালা এইচ এম সাঁচি উচ্চ বিদ্যালয় ও পেকুয়া উপজেলার রাজাখালী উচ্চ বিদ্যালয়ের শিক্ষকতা করেন। ১৯৭৪ সালে তিনি আবারো রামু খিজারী আদর্শ উচ্চ বিদ্যালয়ে যোগদান করেন। ২০১০ সালে তিনি অবসর গ্রহণ করার পরও বিদ্যালয় পরিচালনা পরিষদ সভাপতি কক্সবাজার-৩ আসনের সাংসদ আলহাজ্ব সাইমুম সরওয়ার কমলের অনুরোধে খন্ডখালীন শিক্ষক হিসেবে তিনি আমৃত্যু ওই বিদ্যালয়ে শিক্ষকতা করেন। প্রবীন শিক্ষক সৈয়দ আহমদ রামু খিজারী আদর্শ উচ্চ বিদ্যালয়ের এসএসসি ১৯৬৬ ব্যাচের ছাত্র।
প্রবীন শিক্ষক সৈয়দ আহমদ গত শুক্রবার (২৬ মে) বিকাল সাড়ে ৩টায় কক্সবাজার ফুয়াদ আল খতিব হাসপাতালে শেষ নিশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিলো ৬৬ বছর। তিনি দু’স্ত্রী, তিন ছেলে, ছয় মেয়ে, আত্মীয়-স্বজনসহ অসংখ্য গুণগ্রাহী রেখে যান। সৈয়দ আহমদ রামু উপজেলার ফতেখাঁরকুল ইউনিয়নের পশ্চিম মেরংলোয়া এলাকার মৃত কবির আহমদ ও মৃত হাবিবা বেগমের বড় ছেলে। তাঁর মৃত্যুতে আত্মীয়-স্বজন, রামু খিজারী আদর্শ উচ্চ বিদ্যালয়ের শিক্ষক, ছাত্রছাত্রী ও পরিচালনা পরিষদসহ রামুর শিক্ষাঙ্গনে শোকের ছায়া নেমে আসে।
॥ খিজারীয়ান ৮৬’র শোক ॥
শিক্ষক সৈয়দ আহমদের মৃত্যুতে গভীর শোক ও শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন মরহুমের ছাত্র রামু খিজারী আদর্শ উচ্চ বিদ্যালয়ের এসএসসি ১৯৮৬ ব্যাচের শিক্ষার্থীদের সংগঠন ‘খিজারীয়ান ৮৬’র নেতৃবৃন্দ। প্রিয় শিক্ষকের মৃত্যুতে শোকাহত হয়েছেন, খিজারীয়ান ৮৬’র সদস্য কক্সবাজার-৩ আসনের জাতীয় সংসদ সদস্য আলহাজ¦ সাইমুম সরওয়ার কমল, চট্টগ্রাম ভেটেরিনারি এন্ড এনিম্যাল সাইন্সেস বিশ^ বিদ্যালয়ের মাৎস্য বিজ্ঞান অনুষদের ডীন প্রফেসর ড. মোহাম্মদ নুরুল আবছার খান, লোহাগাড়া আলহাজ¦ মোস্তাফিজুর রহমান বিশ^বিদ্যালয় কলেজের সহকারি অধ্যাপক মোহাম্মদ ইকবাল, রামু উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো. আলী হোসেন, কক্সবাজার জেলা পরিষদ সদস্য নুরুল হক, ফতেখাঁরকুল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফরিদুল আলম, রামু প্রেসক্লাবের সাবেক সভাপতি ও খিজারীয়ান ৮৬’র সভাপতি খালেদ শহীদ, সহ-সভাপতি রাজনীতিক ও সমাজকর্মী জহির উদ্দিন কাজল, সাহেদ সরওয়ার, সাধারন সম্পাদক স্বপন বড়–য়া, যুগ্ম-সম্পাদক কক্সবাজার জেলা মুক্তিযুদ্ধ প্রজন্মলীগ সভাপতি খালেদ নেওয়াজ আবু, উইথো চিং, সাংগঠনিক সম্পাদক রূপন শর্মা, জোয়ারিয়ানালা এইচ এম সাঁচি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আজিজুল হক সিকদার, ক্রীড়া সংগঠক প্রবাল বড়–য়া নিশান, গর্জনিয়া উচ্চ বিদ্যালয়ের শিক্ষক আবুল কাসেম, চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের ক্যাশিয়ার বিপন বড়–য়া, রাজারকুল ইউনিয়ন পরিষদ সদস্য মো. সাহাব উদ্দিন, রামু সোনালী অতীত ফুটবল ক্লাবের সাধারন সম্পাদক পলক বড়–য়া আপ্পু, শিক্ষক মমতাজ উদ্দিন আহমদ, প্রভাত কুমার শর্মা, বৃক্ষ গবেষক কিশোর কুমার বৈদ্য ময়না, ব্যবসায়ী ফজলুল করিম, শফিউল আমিন, মো. শফি উল্লাহ, ও মুবিনুল হক সহ খিজারীয়ান ৮৬’র সদস্যরা।
Posted ১১:০৪ অপরাহ্ণ | শনিবার, ২৭ মে ২০১৭
coxbangla.com | Chanchal Das Gupta