বার্তা পরিবেশক :: কক্সবাজার জেলা ফুটবল দলের কৃতি ফুটবলার প্রয়াত নিকাশ বড়ুয়া ও রামু সোনালী অতীত ফুটবল ক্লাবের সদস্য সুহাস বড়ুয়ার মাতা জ্যোতিকা বড়ুয়া পরলোক গমন করেছেন।
শনিবার (১৪ ডিসেম্বর) বিকাল ৪ টায় রামুর ফতেখাঁরকুল ইউনিয়নের মধ্যম মেরংলোয়া বড়ুয়া পাড়াস্থ নিজ বাড়িতে শেষ নি:শ্বাস ত্যাগ করেন তিনি।
মৃত্যুকাল তাঁর বয়স হয়েছিল ৮৬ বছর। তিনি বার্ধক্যজনিত রোগে আক্রান্ত ছিলেন।তিনি এক ছেলে, এক মেয়ে, নাতিনাতনি, আত্মীয়-স্বজন সহ অসংখ্য গুণগ্রাহী রেখে যান।
প্রয়াত জ্যোতিকা বড়ুয়া রামু কেন্দ্রীয় সীমা মহাবিহারের ধর্মপ্রাণ উপাসক প্রয়াত সুরেন্দ্র বড়ুয়ার সহধর্মিণী।
রবিবার দুপুর ২টায় অনিত্য সভা শেষে রামুর জাদি পাড়াস্থ কেন্দ্রীয় বৌদ্ধ শশ্মানে তাঁর অন্ত্যেষ্টিক্রিয়া সুসম্পন্ন করা হবে।
শোক প্রকাশ:
কক্সবাজার জেলা ফুটবল দলের কৃতি ফুটবলার প্রয়াত নিকাশ বড়ুয়া ও রামু সোনালী অতীত ফুটবল ক্লাবের সদস্য সুহাস বড়ুয়ার মমতাময়ী মাতা জ্যোতিকা বড়ুয়ার মৃত্যুতে গভীর শোক ও শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন, রামু সোনালী অতীত ফুটবল ক্লাব, রামু ব্রাদার্স ইউনিয়ন, রামু ফুটবল ট্রেনিং সেন্টার।
শোক ও সমবেদনা জানিয়েছেন, বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সদস্য বিজন বড়ুয়া, কক্সবাজার সোনালী অতীত ফুটবল ক্লাবের সাধারণ সম্পাদক ছিদ্দিক আহমদ, রামু উপজেলা ক্রীড়া সংস্থার সাবেক সাধারণ সম্পাদক সুবীর বড়ুয়া বুলু, রামু সোনালী অতীত ফুটবল ক্লাবের সভাপতি পলক বড়ুয়া আপ্পু, সাধারণ সম্পাদক মোহাম্মদ শহীদুল্লাহ খালেদ, রামু ব্রাদার্স ইউনিয়নের সভাপতি মো. নবু আলম, রামু ফুটবল ট্রেনিং সেন্টারের পরিচালক সুপন বড়ুয়া শিপন ও রামু সোনালী অতীত ফুটবল ক্লাব, রামু ব্রাদার্স ইউনিয়ন ও রামু ফুটবল ট্রেনিং সেন্টারের সদস্যরা সহ রামুর সাবেক ও বর্তমান ফুটবলাররা।
Posted ১:২৬ পূর্বাহ্ণ | রবিবার, ১৫ ডিসেম্বর ২০২৪
coxbangla.com | Chanchal Das Gupta