খালেদ হোসেন টাপু,রামু(১৩ জুলাই) :: কক্সবাজারের রামুর হিমছড়ি মেরিন ড্রাইভ সড়ক এলাকা থেকে অজ্ঞাত এক মহিলার মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
বৃহস্পতিবার ১৩ জুলাই রাত আটটার দিকে আর্মি ক্যাম্পের অদুরে মেরিন ড্রাইভ সড়কের ৪নং ব্রীজের পশ্চিম পাশে এলাকা থেকে এ অজ্ঞাতনামা মহিলার লাশ উদ্ধার করা হয়।
পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, রাতে এক টমটম চালক অজ্ঞাত মহিলার লাশ দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়। পরে হিমছড়ি পুলিশ ফাঁড়ির সহযোগীতায় রামু থানা পুলিশ লাশটি উদ্ধার করে মর্গে প্রেরণ করেন।
হিমছড়ি ফাঁড়ির ইনচার্জ মোজাম্মেল হক জানান, লাশটি একজন মহিলার। লাশের পরিচয় এখনো জানা যায়নি তবে প্রাথমিকভাবে পাগল বলে ধারনা করা যাচ্ছে।
Posted ১১:৪৩ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ১৩ জুলাই ২০১৭
coxbangla.com | Chanchal Das Gupta